ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আসছে ইলুভেইটি

প্রকাশিত: ০৬:৫০, ৫ মে ২০১৬

বাংলাদেশে আসছে ইলুভেইটি

বাংলাদেশের মেটাল গানের ভক্তদের জন্য দারুণ একটি খবর। জনপ্রিয় ফোক মেটাল ব্যান্ড ইলুভেইটি তাদের গানের তালে মাতাতে প্রথমবারের মতো আসছে বাংলাদেশে। ফেসবুকে তাদের অফিসিয়াল পেজ থেকেই নিশ্চিত করা হয়েছে এ খবর। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ‘বাংলাদেশ!! আমরা জানি আপনারা অনেকদিন ধরেই এই খবরটির জন্য অপেক্ষা করছিলেন, এবং বিশ্বাস করুন, আমরাও করছিলাম! আমরা দারুণ উচ্ছ্বসিত যে, আপনাদের সুন্দর এই দেশটিতে প্রথমবারের মতো আসছি আমরা! ২৬ মে, ২০১৬ তে ইলুভেইটি আসছে ঢাকায়।’ ফেসবুক ছাড়াও ব্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইটে (যঃঃঢ়://বষাঁবরঃরব.পয/) নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে তাদের আসার খবর। টিকেটের মূল্যসহ কনসার্টের বিবরণ শীঘ্রই জানানো হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে ব্যান্ডটির তরফ থেকে। মেটাল গানের সঙ্গে লোকসঙ্গীতের অনুষঙ্গ জুড়ে দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে এই ব্যান্ডটি। ২০০২ সালে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত ইলুভেইটির বিশেষত্ব হলো ভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার। ইউরোপের নানা ধরনের লোকজ বাদ্যযন্ত্রের ব্যবহার তাদের গানকে করে তুলেছে অনন্য। এখন পর্যন্ত ৬টি এ্যালবাম বের হয়েছে তাদের। প্রতিটিই তুমুল জনপ্রিয় মেটালপ্রিয়দের কাছে। বাংলাদেশে তাদের ভক্ত সংখ্যাও কম নয়। এমনকি বাংলাদেশে ইলুভেইটির এমন তুমুল জনপ্রিয়তার কথাটাও ব্যান্ডটির অজানা নয়। ২০১২ সালে আরটিভিতে ‘এয়ারটেল স্টারস’ অনুষ্ঠানটি একদল তরুণ কাভার করেছিলেন ‘ইসারা’ গানটি। ইফতেখার, মাহান ফাহিম, নাহিদ এবং রিয়নের গাওয়া গানটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছিল এই ফোক মেটাল ব্যান্ডটি। গ্রিন ইভেন্ট ম্যানেজমেন্ট কনসার্টের আয়োজন করছে। পাভেল মনজুর
×