ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্বার দিল্লী বনাম কোণঠাসা পুনে লড়াই আজ

প্রকাশিত: ০৬:৪১, ৫ মে ২০১৬

দুর্বার দিল্লী বনাম কোণঠাসা পুনে লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) যেন চমকের আসর। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস নিষিদ্ধ হওয়ায় অন্তর্ভুক্ত নতুন দু’দল রাইজিং পুনে ওয়ারিয়র্স ও গুজরাট লায়ন্স। পুনের নেতৃত্বে ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি-ক্রিস গেইলদের নিয়ে ‘ভয়ঙ্কর’ ব্যাটিং শক্তির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, মারকাটারি রোহিতের নেতৃত্বে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, তারকাখচিত কলকাতা নাইটরাইডার্সÑ অথচ টুর্নামেন্টের এ পর্যায়ে (প্রতিটি দল ৭-৯টি করে ম্যাচ খেলে ফেলেছে) এদের কেউ নয়, আলোচনায় গুজরাট-দিল্লী। ৯ খেলায় ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সুরেশ রায়নার গুজরাট। ৭ খেলায় ৫ জয়ে দ্বিতীয় স্তানে জহির খানের দিল্লী ডেয়ারডেভিলস। দুর্বার দিল্লীর মুখোমুখি আজ কোণঠাসা পুনে। ৮ খেলায় মাত্র ২ জয়ের বিপরীতে ৬ হারে ষষ্ঠ স্থানে ধোনির দল। শুরুতে হিসাবের বাইরে থাকা দিল্লী আসলেই চমৎকার ক্রিকেট খেলছে। কলকাতার কাছে বড় হার দিয়ে শুরু করা দলটি পরের ম্যাচেই পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর একে একে ব্যাঙ্গালুরু, মুম্বাই, গুজরাটের বিপক্ষে জয় তুলে নেয় জহির বাহিনী। মুখোমুখি প্রথম দেখায় গুজরাটের কাছে মাত্র ১ রানে হেরেছিল তারা। পরশু বদলটা নেয় দারুণভাবে। রায়নাদের ৮ উইকেটে বিধ্বস্ত করে ডেয়ারডেভিলসরা। দিনেশ কার্তিকের হাফ সেঞ্চুরির (৫৩) ওপর ভর করে ১৪৯ রান করে গুজরাট। জবাবে ঋষভ পান্থ (৪০ বলে ৬৯) ও কুইন্টন ডি’ ককের ব্যাটে (৪৫ বলে ৪৬) ১৭.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লী। অন্যদিকে ব্যাপক চাপে ধোনির দল। শেষ চারের দৌড় থেকে ছিটকে যাওয়ার পথে সুপারজায়ান্টসরা! তার ওপর একাধিক বড় তারকার ইনজুরি তাদের আরও বেসামাল করে তুলেছে। শেষ ম্যাচে মুম্বাইর কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের দিনে কবজির চোটে আইপিএল শেষ হয়ে গেছে স্টিভেন স্মিথের। অবস্থা অতটা গুরুতর নয়, তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে অধিনায়ককে নিয়ে কোনরকম ঝুঁকি নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পুনের শনিরদশা শুরু হয়েছিল কেভিন পিটারসেনকে (কেপি) দিয়ে। পেশীতে টান পড়ায় আগেই ছিটকে যান ইংলিশ তারকা। এরপর আঙ্গুল ভাঙ্গে প্রোটিয়া ফ্যাফ ডুপ্লেসিসের। অদ্ভুত, চোটে পড়েন কার্যকর অলরাউন্ডার মিচেল মার্শও। এমন চারজনের শূন্যতা পূরণে ধোনিকে হিমশিম খেতে হচ্ছে। কেপি ও ডুপ্লেসিসের বিকল্প হিসেবে ইতোমধ্যে উসমান খাজা ও আরেক অস্ট্রেলিয়ান জর্জ বেইলির সঙ্গেও চুক্তির কথা জানিয়েছে পুনে কর্তৃপক্ষ। তবু অন্তত আরও দু’জনকে খুঁজছেন তারা। মজার বিষয়, বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বিদেশী কোটায় পুনের হয়ে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে চাইছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে! নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘শুনেছি জনসন চার্লস আসছে, এমন একজন টপঅর্ডার ব্যাটসম্যানকে অবশ্যই নেয়া উচিত, যে স্বাধীনভাবে ব্যাট চালাতে পারে। সঙ্গে মাহমুদুল্লাহ হতে পারে দুর্দান্ত ফিনিশ পাঞ্জাবে খেলবেন হাসিম আমলা স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরিতে পড়া শন মার্শের পরিবর্তে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন হাসিম আমলা। কারও পৌষ মাস কারও সর্বনাশÑ বলে প্রবাদ রয়েছে। আমলার ক্ষেত্রে সেটিই সত্যি হলো। কারণ ফেব্রুয়ারির নিলামে এক কোটি রুপি ভিত্তি মূল্যের প্রোটিয়া তারকাকে কোন দলই কেনেনি! মার্শের ইনজুরিতে কপার খুললো আধুনিক ক্রিকেটের প্রতিষ্ঠিত এই ব্যাটসম্যানের। কাঁধের ইনজুরির কারণে ইতোমধ্যে দেশে ফিরে গেছেন মার্শ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান। পরে গুজরাট লায়ন্সের বিপক্ষেও মাঠে নেমেছিলেন, তবে ব্যাটিংয়ের সময় অস্বস্তিবোধ করায় এবারের আসরে আর না খেলার সিদ্ধান্ত নেন তিনি। টি২০তে শীর্ষে নিউজিল্যান্ড স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নয়, সর্বশেষ প্রকাশিত আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। ১২ পয়েন্ট যোগ করে দুই ধাপ এগিয়ে ব্ল্যাক-ক্যাপসরা এখন ১ নম্বরে। ভারতেরও পয়েন্ট ১৩২, কিন্তু ভগ্নাংশের বিচারে এগিয়ে কিউইরা। মহেন্দ্র সিং ধোনির দল ২ নম্বরে। তিনে ওয়েস্ট ইন্ডিজ। প্রশ্ন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও ক্যারিবীয়রা কিভাবে পেছালো? বার্ষিক আপডেটে ২০১২-১৩ মৌসুমের ফল বাদ পড়েছে। ২০১২ সালে টি২০ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট-ওয়ানডে দুই ঘারানায় শীর্ষে অস্ট্রেলিয়াÑ বাংলাদেশ ৯ ও ৭ নম্বরে। আর টি২০তে টাইগাররা আছে ১০ নম্বরে, জিম্বাবুইয়ে ও হল্যান্ডের ওপরে।
×