ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোহামেডানকে হারিয়ে গ্রুপসেরা আবাহনী

প্রকাশিত: ০৬:৪০, ৫ মে ২০১৬

মোহামেডানকে হারিয়ে গ্রুপসেরা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল ক্লাব কাপ হকিতে বুধবার গ্রুপসেরা হওয়ার দ্বৈরথে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। দেশের দুই ঐতিহ্যবাহী দলের লড়াইয়ে জিতেছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীই। ‘ব্ল্যাক এ্যান্ড হেয়াইট’ খ্যাত মোহামেডানকে তারা হারিয়েছে ৪-২ গোলে। এই জয়ে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো আবাহনী। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট তাদের। পক্ষান্তরে সমান ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট মোহামেডানের। গোলের হিসেবে আবাহনী ২১ গোল দিয়ে হজম করেছে ৪টি। বিপরীতে মোহামেডান ১৭ গোল দিয়ে হজম করেছে ৮টি। আবাহনী আগামী শনিবার ‘এ’ গ্রুপের রানার্সআপ মেরিনার ইয়াংসের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সবশেষ আসরের যুগ্মচ্যাম্পিয়ন হওয়া দুইদল মোহামেডান ও ঊষা ক্রীড়া চক্র। ঊষা হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। মেঘলা আবহাওয়া। গ্যালারিতে উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক। এসএ গেমসে বাংলাদেশের হয়ে জোড়া স্বর্ণজয়ী সাঁতারুকন্যা মাহফুজা খাতুন শিলাকে দেখা গেল গ্যালারিতে। তিনি যে হকিপ্রেমী, তা জানা গেল। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের প্রথমার্ধে পাঁচ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আবাহনী। ফলে আরও উজ্জীবিত হয়ে ওঠে তারা। আর মোহামেডানের শিবির হয়ে পড়ে হতোদ্যম। তাদের ডিফেন্স হয়ে পড়ে ভঙ্গুর। পরে অবশ্য সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা ডিফেন্স লাইন মজবুত করে ফেলে। কিন্তু আক্রমণভাগের উপর্যুপরি ব্যর্থতায় গোল পাচ্ছিল না। পাবে কি করে, দলের সেরা ফরোয়ার্ড ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি যে খেলা শুরুর দিকেই চোট পেয়ে চলে গেছেন সাইডলাইনে! ফলে দলের আক্রমণগুলো হয়ে পড়ে নির্বিষ। ৬ মিনিটে রুম্মান সরকারের ক্রসে মাকসুদ আলম হাবুলের ফ্লিকে এগিয়ে যায় আবাহনী (১-০)। ৮ মিনিটে মোহামেডানের ডিফেন্সের ভুলে আবারও ব্যবধান দ্বিগুণ করেন শাফকাত রসুল (২-০)। রুম্মানের হিট ফেরালেও বিপদমুক্ত করতে পারেনি গোলরক্ষক জাহিদ হোসেন, সামনে থাকা পাকিস্তানের শাফকাত সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি। ১১ মিনিটে ডানদিক থেকে বিপ্লবের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে হাবুলের উদ্দেশে পুশ করেন রুম্মান, রিভার্স হিটে দ্বিতীয় গোলটি করেন হাবুল (৩-০)। ২৫ মিনিটে পেনাল্টি কর্নারের (পিসি) সুযোগ নষ্ট করে মোহামেডান। রুবেল হোসেনের পুশ কামরুজ্জামান রানার স্টপ আসাদুজ্জামান চন্দনের হিট রুখে দেন গোলরক্ষক। শেষদিকে পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে না পারলেও ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে রুবেল হোসেনের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মোহামেডান (১-৩)। কিন্তু ুম্মান লক্ষ্যভেদ করলে স্কোরলাইন ৪-১ করে নেয় আবাহনী। পরে দ্বীন ইসলাম গোল করলেও (২-৪) তা কেবল হারের ব্যবধান কমায় মাত্র। অথচ এই ম্যাচ ড্র করলেই মোহামেডান গ্রুপসেরা হতে পারতো। কিন্তু আবাহনীর কাছে হেরে যে স্থানটি তাদেরকেই দিয়ে দিতে হয় সাদা-কালোদের। দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক এসআরসি ৬-২ ব্যবধানে হারায় ওয়ারী ক্লাবকে। তবে জিতলেও ‘খ’ গ্রুপ থেকে ওয়ারীর মতো বিদায় নেয় সোনালী ব্যাংকও।
×