ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবু জয় আবাহনীর

প্রকাশিত: ০৬:৩৮, ৫ মে ২০১৬

তবু জয় আবাহনীর

লীগে প্রাইম দোলেশ্বর যেমন এখনও হারের স্বাদ পায়নি। ঠিক তেমনি তিন রাউন্ড শেষে ভাগ্যবান দল ভিক্টোরিয়া। এ দলটিও হারের মুখ দেখেনি। একটি ম্যাচে টাই করার পর টানা দুটি ম্যাচে জিতেছে। অবশেষে সেই হার দেখল ভিক্টোরিয়া। আবাহনীর কাছে হার হলো। আবাহনী আগে ব্যাট করে খুব বেশি যে রান করেছিল এমন নয়। ফতুল্লায় ৫০ ওভার ব্যাট করে ২২১ রান করে গুটিয়ে যায়। শ্রীলঙ্কান বামহাতি স্পিনার চাতুরাঙ্গা ডি সিলভা দুর্দান্ত বোলিং করেন। প্রথম উইকেটেই আবাহনীর ওপেনার তামিম ও অভিষেক মিত্র মিলে ৯৭ রান স্কোরবোর্ডে জমা করে ফেলে। আবাহনী যে স্কোরবোর্ডে রানের ফুলঝুরির দেখা মিলবে, তা বোঝাই যাচ্ছিল। এমন সময়ে সিলভা যে ব্রেক থ্রু এনে দেন, আর ১২৪ রান যোগ করতেই অলআউট হয়ে যায় আবাহনী। সিলভা একাই ৬ উইকেট তুলে নেন। তামিম ইকবাল সর্বোচ্চ ৬৩ রান করেন। সিলভার এমন দুর্দান্ত বোলিংয়ের পর মনে করা হয়েছিল ভিক্টোরিয়াই জিতবে। কিন্তু ব্যাটসম্যানরা যে ব্যর্থ হন। আল আমিন ৫৬ ও সোহরাওয়ার্দী শুভ ৪৫ রান করেন। বাকিরা আসা যাওয়ার মিছিলেই সামিল হন। তাতে করে সিলভার দুর্দান্ত বোলিংয়ের পরও জয় মিলেনি। ২ উইকেট করে নেয়া এক পেসার তাসকিন আহমেদ ও চার স্পিনার নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকলায়েন সজিব ও জুবায়ের হোসেন লিখনের দুর্দান্ত বোলিংয়েই ভিক্টোরিয়া ৪৭.৩ ওভারে ২১২ রান করে গুটিয়ে যায়। সেই সঙ্গে তিন ম্যাচ পর হারের স্বাদও পায় ভিক্টোরিয়া। আর চার ম্যাচে তিন জয় তুলে নেয় আবাহনী। স্কোর ॥ প্রাইম ব্যাংক-শেখ জামাল ম্যাচ-মিরপুর প্রাইম ব্যাংক ইনিংস ৩১৮/৯; ৫০ ওভার (সাব্বির ১০০, শানাজ ৬৬, সোহান ৬৩, মেহেদী ৩৫; মাহমুদুল্লাহ ৫/৬৬)। শেখ জামাল ইনিংস ২০৫/১০; ৪৬.২ ওভার (নাজমুস ৭৬, মুক্তার ৪০, মাহমুদুল্লাহ ৩৭; নাজমুল ৩/৩৬, রায়হান ৩/৫৭)। ফল ॥ প্রাইম ব্যাংক ১১৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ সাব্বির রহমান রুম্মন (প্রাইম ব্যাংক)। প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স ম্যাচ-বিকেএসপি ব্রাদার্স ইনিংস ২২৯/১০; ৫০ ওভার (ইমরুল ৫৭, তুষার ৫৫, জাকির ২৯, শাহরিয়ার ২৩; রবি ২/২৪)। প্রাইম দোলেশ্বর ইনিংস ২৩০/৩; ৪৮.১ ওভার (ইমতিয়াজ ১০০*, নাসির ৪৮, সিলভা ৪৬, রকিবুল ৩২)। ফল ॥ প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ইমতিয়াজ হোসেন (প্রাইম দোলেশ্বর)। আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচ-ফতুল্লা আবাহনী ইনিংস ২২১/১০; ৫০ ওভার (তামিম ৬৩, অভিষেক ৪৪, আবুল ৪৩, মোসাদ্দেক ৩৪; সিলভা ৬/৩৫, রাব্বি ৩/৩৮)। ভিক্টোরিয়া ইনিংস ২১২/১০; ৪৭.৩ ওভার (আল আমিন ৫৬, সোহরাওয়ার্দী ৪৫, সিলভা ২৫; তাসকিন ২/২৯)। ফল ॥ আবাহনী ৯ রানে জয়ী। ম্যাচসেরা ॥ চাতুরাঙ্গা ডি সিলভা (ভিক্টোরিয়া)।
×