ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইমতিয়াজের ব্যাটিং দ্যুতিতে ব্রাদার্স কুপোকাত

প্রকাশিত: ০৬:৩৭, ৫ মে ২০১৬

ইমতিয়াজের ব্যাটিং দ্যুতিতে ব্রাদার্স কুপোকাত

এবার ঢাকা লীগে কি দুর্দান্ত ব্যাটিংই না করছেন প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন। চারটি ম্যাচ খেলেছে প্রাইম দোলেশ্বর। চারটিতেই জিতেছে। এরমধ্যে দুটি ম্যাচেই শতক করেছেন ইমতিয়াজ। ব্রাদার্সের বিপক্ষে বুধবার বিকেএসপিতে ১২৮ বলে ৮ চারে অপরাজিত ১০০ রান করেন। তার এ দুর্দান্ত ব্যাটিং দোলেশ্বরের জয় সহজেই মিলেছে। ম্যাচে টস জিতে ব্রাদার্সকে আগে ব্যাটিং করতে পাঠায় দোলেশ্বর। সুযোগটি কাজে লাগাতে পারেনি ব্রাদার্স। ইমরুল কায়েসের ৫৭ ও তুষার ইমরানের ৫৫ রানে ৫০ ওভারে ২২৯ রান করে। আবার অলআউটও হয়। জবাবে ইমতিয়াজের শতকের সঙ্গে নাসির হোসেনের অপরাজিত ৪৮, শ্রীলঙ্কান ব্যাটসম্যান চামারা সিলভার ৪৬ রানে ৪৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩০ রান করে জিতে যায় দোলেশ্বর। ৪৭ রানেই ২ উইকেট হারানোর পর ইমতিয়াজ ও সিলভা মিলে তৃতীয় উইকেটে ৮২ ও চতুর্থ উইকেটে নাসিরকে নিয়ে যে ১০১ রানে অবিচ্ছিন্ন জুটি গড়েন ইমতিয়াজ, সেখানেই সহজ জয় মিলে। এরআগে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে ম্যাচেও শতক করেন ইমতিয়াজ। লীগে এখন ইমতিয়াজই একমাত্র ব্যাটসম্যান যিনি দুই শতক হাঁকিয়েছেন। এ দুই শতকে এখন লীগে ৯১.০০ গড়ে ২৭৩ রান করে সর্বোচ্চ স্কোরারও ইমতিয়াজ। ইমতিয়াজের এ শতকে টানা চার জয় যেখানে পেয়েছে দোলেশ্বর, সেখানে ব্রাদার্স চার ম্যাচে এখন পর্যন্ত একটি জয়ই পেয়েছে।
×