ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাব্বিরের শতকে সবচেয়ে বড় জয় প্রাইম ব্যাংকের

প্রকাশিত: ০৬:৩৭, ৫ মে ২০১৬

সাব্বিরের শতকে সবচেয়ে বড় জয় প্রাইম ব্যাংকের

শেখ জামাল দলটির সময় খুবই খারাপ যাচ্ছে। ফুটবলেও যেমন বড় হার হচ্ছে নিয়তি। ক্রিকেটেও তাই হচ্ছে। প্রাইম ব্যাংকের কাছেই যেমন বড় হার হলো শেখ জামালের। সাব্বির রহমান রুম্মনের শতকে এবার লীগে সবচেয়ে বড় জয়টিই পেয়ে গেল প্রাইম ব্যাংক। সেই সঙ্গে চার ম্যাচে তিনটি জয়ও পেয়ে গেল। ৯৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ১০০ রান করে সাব্বিরও ৫০ ওভারের ম্যাচেও তিন নম্বরে খেলার দাবিদার হয়ে গেলেন। যে পজিশনটিতে খেলার ইচ্ছা সাব্বিরের নিজেরই আছে। মিরপুরের এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল। সুযোগটি কাজে লাগিয়ে সাব্বিরের ১০০, শানাজের ৬৬, নুরুল হাসান সোহানের ৬৩ রানে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৮ রান করে প্রাইম ব্যাংক। মাহমুদুল্লাহ রিয়াদ ৫ উইকেট নেন ঠিক। তবে সবচেয়ে বেশি ৬৬ রানও দেন। জবাবে ৪৬.২ ওভারে ২০৫ রান করতেই অলআউট হয়ে যায় শেখ জামাল। দলের হয়ে নাজমুস সাদাত (৭৬), মুক্তার আলী (৪০) ও মাহমুদুল্লাহই (৩৭) শুধু ব্যাটিং ঝলক দেখাতে পারেন। বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলে শেখ জামালের বড় হারই হয় নিয়তি। নাজমুল ইসলাম ও রায়হান উদ্দিন ৩টি করে উইকেট নেন। প্রাইম ব্যাংক যেখানে চার ম্যাচে তিন জয় পেয়েছে। সেখানে শেখ জামাল চার ম্যাচে দুই জয় পেয়েছে।
×