ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হোল্ডিং ট্যাক্স শতভাগ আদায় অপরিহার্য ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৬:৩৬, ৫ মে ২০১৬

হোল্ডিং ট্যাক্স শতভাগ আদায় অপরিহার্য ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের স্থায়ী কমিটিগুলোকে শতভাগ কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এছাড়া সম্প্রতি হোল্ডিং ট্যাক্স নিয়ে ছড়ানো বিভ্রান্তির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, শতভাগ নাগরিক সেবার স্বার্থে হোল্ডিং ট্যাক্সও শতভাগ আদায় করা অপরিহার্য। এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বুধবার দুপুরে নগর ভবনে সিটি কর্পোরেশনের ৬টি স্থায়ী কমিটির সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এ্যান্ড কলেজে বুধবার শুরু হয়েছে বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট এই মেলার আয়োজন করে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ রহুল আমীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান। বিভাগীয় কমিশনার বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নিয়মিতভাবে এ ধরনের এ মেলার আয়োজন করা হয়েছে। অপহৃত ছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৪ মে ॥ স্কুলের গেট থেকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী দোলন আক্তারকে (১৪) উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। সান্তাহার শহরের পূর্ব ঢাকা রোড থেকে বুধবার সকালে তাকে উদ্ধার ও আটক করেছে অপহরণকারী মামুনুর রশিদ (২২) নামের এক যুবককে। বুধবার স্কুলছাত্রী দোলন আক্তারকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া মেডিকেলে এবং আসামি মামুনুর রশিদকে আদালতে পাঠিয়েছে পুলিশ। হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৪ মে ॥ জেলা আইনজীবী সমিতির সদস্য মাইনুল ইসলাম তালুকদারের ওপর পুলিশী নির্যাতন, ঘুষ দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বুধবার সকাল ১০ টায় আদালতের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, পহেলা মে রাতে আমতলী থানার পুলিশ অ্যাড. মাইনুল তালুকদারকে গ্রেফতার করে থানায় নিয়ে নির্মম নির্যাতন করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দেয়া হোক। বিদ্যুতস্পৃষ্টে ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ মে ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে শামীম মিয়া (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের খারজানা গ্রামে শ্যালো মেশিনের তারে জড়িয়ে শামীমের মৃত্যু হয়। মৃত শামীম ওই গ্রামের হারেজ আলীর ছেলে। সে কাগমারী সরকারী এমএম আলী কলেজের ছাত্র ছিল। ছয় কাউন্সিলর হাজতে নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ মে ॥ দুদকের মামলায় পাবনার বেড়া পৌরসভার ৬ কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবদুল কুদ্দুস এ রায় দেন। একই মামলায় মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদারের জামিনও নামঞ্জুর হয়। জামিন নামঞ্জুরকৃত ৬ কাউন্সিলর হলেন, হাবিবর রহমান হবি (বৃশালিখা), শামসুল হক খান (শুম্ভপুর), আবু দাউদ শেখ (বনগ্রাম উত্তরপাড়া), জয়নাল আবেদিন (মৈত্রবাঁধা), আব্দুর রাজ্জাক সরকার (মোহনগঞ্জ), মো. শহিদ আলী (সান্যালপাড়া)। মামলার অন্যতম আসামি বেড়া পৌর সভার মেয়র (উপজেলা আওয়ামী লীগের সভাপতি) আব্দুল বাতেন পলাতক রয়েছেন। চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ডাক্তারী না পড়ে মা ও শিশু বিশেষজ্ঞ বনে যাওয়া এক চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে নগরীর বাকলিয়াস্থ বাস্তুহারা এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ জরিমানা করেন। তার নিকট থেকে ভবিষ্যতে এমন প্রতারণা করবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। ভুয়া চিকিৎসকের নাম রাসেল কান্তি নাথ। সে তার ভিজিটিং কার্ডে নিজেকে এমএলএএফ (ঢাকা) এবং মা ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক বলে প্রচারণা চালান। ছাত্রী অপহরণকালে আটক দুই সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা, ৪ মে ॥ দোহার উপজেলার মইতপাড়া এলাকার আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের গতিরোধ করে দুই অপহরণকারীকে এবং অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করে দোহার থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বুধবার সকালে উপজেলার মধুরখোলা এলাকার দুবাইপ্রবাসী মোঃ ওমর আলীর মেয়ে মাদ্রাসা যাওয়ার সময় উপজেলার মধুরখোলা তাজেলের দোকানের সামনে পৌঁছলে আগে থেকে সেখানে ওতপেতে থাকা বখাটে মোঃ ইব্রাহিম, রনি ও মুসলেহ ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা অন্য দুইজন চিৎকার করলে লোকজন এগিয়ে এসে মোটরসাইকেলে করে মাইক্রোবাসটি ধাওয়া দিলে উত্তর শিমুলিয়া বটতলা গিয়ে মাইক্রোবাসটি ও দুইজন অপহরণকারীকে আটক করে এবং সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়। যবিপ্রবির পাঁচ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলকে চাকরিচ্যুত ও জিইবিটি বিভাগের মাস্টার্সের ছাত্র নাসির উদ্দীন বাদলকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়াও অপর চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দোকান ও বসতঘরে আগুন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ভাঙ্গারি দোকান ও তার মধ্যে রাখা মালামাল এবং একটি বসতঘর পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বৈদুত্যিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত বলে দোকান মালিক আমির হোসেন শেখ জানান। মঙ্গলবার রাত ১০টার দিকে বাজারের আমির হোসেন শেখের ভাঙ্গারি দোকানে আগুনের সূত্রপাত। ভালুকায় প্রার্থী পরিবর্তন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৪ মে ॥ ভালুকায় ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের খবরে কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে। জানা যায়, ১৮ এপ্রিল ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ছেলে তোফায়েল আহমেদ বাচ্চুকে মনোনীত করে কেন্দ্রে তালিকা পাঠানো হয়। কিন্তু মঙ্গলবার তোফায়েল আহমেদ বাচ্চুকে বাদ দিয়ে রফিকুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করে তালিকা করা হয়েছে। উৎসবে শিক্ষার্থীরাও মাঠে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ মে ॥ মহাদেবপুরে বোরো ধানের ফলন ও ভাল মূল্য পাওয়ায় কৃষক পরিবারে চলছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরাও উৎসবে মাঠে নেমেছে। বুধবার উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এলাকার কৃষকরা বলেছেন, চলতি মৌসুমে বোরো ধানের ফলন ভাল ও ন্যায্যমূল্য পাওয়ায় ধানকাটা ও মাড়াইয়ে রয়েছে উৎসবের আমেজ। মাঠ দিবস উপলক্ষে এদিন দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম তাজ-কির-উজ্জামান। মিডওয়াইফদের পরিচিতি নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, (নেত্রকোনা) ৪ মে ॥ স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর যৌথ উদ্যোগে ডিএফআইডির অর্থায়নে ‘নিরাপদ প্রসব ও মাতৃমৃত্যু হার কমানোর লক্ষ্যে’ বুধবার মিডওয়াইফদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন, ডেভলপিং মিডওয়াইভস প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী সুজিত বনোয়ারী, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ আবদুল হালিম প্রমুখ। হোল্ডিং ট্যাক্স শতভাগ আদায় অপরিহার্য ॥ চসিক মেয়র স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের স্থায়ী কমিটিগুলোকে শতভাগ কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এছাড়া সম্প্রতি হোল্ডিং ট্যাক্স নিয়ে ছড়ানো বিভ্রান্তির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, শতভাগ নাগরিক সেবার স্বার্থে হোল্ডিং ট্যাক্সও শতভাগ আদায় করা অপরিহার্য। এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বুধবার দুপুরে নগর ভবনে সিটি কর্পোরেশনের ৬টি স্থায়ী কমিটির সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এ্যান্ড কলেজে বুধবার শুরু হয়েছে বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট এই মেলার আয়োজন করে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ রহুল আমীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান। বিভাগীয় কমিশনার বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নিয়মিতভাবে এ ধরনের এ মেলার আয়োজন করা হয়েছে। অপহৃত ছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৪ মে ॥ স্কুলের গেট থেকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী দোলন আক্তারকে (১৪) উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। সান্তাহার শহরের পূর্ব ঢাকা রোড থেকে বুধবার সকালে তাকে উদ্ধার ও আটক করেছে অপহরণকারী মামুনুর রশিদ (২২) নামের এক যুবককে। বুধবার স্কুলছাত্রী দোলন আক্তারকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া মেডিকেলে এবং আসামি মামুনুর রশিদকে আদালতে পাঠিয়েছে পুলিশ। হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৪ মে ॥ জেলা আইনজীবী সমিতির সদস্য মাইনুল ইসলাম তালুকদারের ওপর পুলিশী নির্যাতন, ঘুষ দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বুধবার সকাল ১০ টায় আদালতের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, পহেলা মে রাতে আমতলী থানার পুলিশ অ্যাড. মাইনুল তালুকদারকে গ্রেফতার করে থানায় নিয়ে নির্মম নির্যাতন করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দেয়া হোক। বিদ্যুতস্পৃষ্টে ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ মে ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে শামীম মিয়া (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের খারজানা গ্রামে শ্যালো মেশিনের তারে জড়িয়ে শামীমের মৃত্যু হয়। মৃত শামীম ওই গ্রামের হারেজ আলীর ছেলে। সে কাগমারী সরকারী এমএম আলী কলেজের ছাত্র ছিল। ছয় কাউন্সিলর হাজতে নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ মে ॥ দুদকের মামলায় পাবনার বেড়া পৌরসভার ৬ কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবদুল কুদ্দুস এ রায় দেন। একই মামলায় মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদারের জামিনও নামঞ্জুর হয়। জামিন নামঞ্জুরকৃত ৬ কাউন্সিলর হলেন, হাবিবর রহমান হবি (বৃশালিখা), শামসুল হক খান (শুম্ভপুর), আবু দাউদ শেখ (বনগ্রাম উত্তরপাড়া), জয়নাল আবেদিন (মৈত্রবাঁধা), আব্দুর রাজ্জাক সরকার (মোহনগঞ্জ), মো. শহিদ আলী (সান্যালপাড়া)। মামলার অন্যতম আসামি বেড়া পৌর সভার মেয়র (উপজেলা আওয়ামী লীগের সভাপতি) আব্দুল বাতেন পলাতক রয়েছেন। চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ডাক্তারী না পড়ে মা ও শিশু বিশেষজ্ঞ বনে যাওয়া এক চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে নগরীর বাকলিয়াস্থ বাস্তুহারা এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ জরিমানা করেন। তার নিকট থেকে ভবিষ্যতে এমন প্রতারণা করবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। ভুয়া চিকিৎসকের নাম রাসেল কান্তি নাথ। সে তার ভিজিটিং কার্ডে নিজেকে এমএলএএফ (ঢাকা) এবং মা ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক বলে প্রচারণা চালান। ছাত্রী অপহরণকালে আটক দুই সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা, ৪ মে ॥ দোহার উপজেলার মইতপাড়া এলাকার আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের গতিরোধ করে দুই অপহরণকারীকে এবং অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করে দোহার থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বুধবার সকালে উপজেলার মধুরখোলা এলাকার দুবাইপ্রবাসী মোঃ ওমর আলীর মেয়ে মাদ্রাসা যাওয়ার সময় উপজেলার মধুরখোলা তাজেলের দোকানের সামনে পৌঁছলে আগে থেকে সেখানে ওতপেতে থাকা বখাটে মোঃ ইব্রাহিম, রনি ও মুসলেহ ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা অন্য দুইজন চিৎকার করলে লোকজন এগিয়ে এসে মোটরসাইকেলে করে মাইক্রোবাসটি ধাওয়া দিলে উত্তর শিমুলিয়া বটতলা গিয়ে মাইক্রোবাসটি ও দুইজন অপহরণকারীকে আটক করে এবং সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়। যবিপ্রবির পাঁচ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলকে চাকরিচ্যুত ও জিইবিটি বিভাগের মাস্টার্সের ছাত্র নাসির উদ্দীন বাদলকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়াও অপর চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দোকান ও বসতঘরে আগুন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ভাঙ্গারি দোকান ও তার মধ্যে রাখা মালামাল এবং একটি বসতঘর পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বৈদুত্যিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত বলে দোকান মালিক আমির হোসেন শেখ জানান। মঙ্গলবার রাত ১০টার দিকে বাজারের আমির হোসেন শেখের ভাঙ্গারি দোকানে আগুনের সূত্রপাত। ভালুকায় প্রার্থী পরিবর্তন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৪ মে ॥ ভালুকায় ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের খবরে কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে। জানা যায়, ১৮ এপ্রিল ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ছেলে তোফায়েল আহমেদ বাচ্চুকে মনোনীত করে কেন্দ্রে তালিকা পাঠানো হয়। কিন্তু মঙ্গলবার তোফায়েল আহমেদ বাচ্চুকে বাদ দিয়ে রফিকুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করে তালিকা করা হয়েছে। উৎসবে শিক্ষার্থীরাও মাঠে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ মে ॥ মহাদেবপুরে বোরো ধানের ফলন ও ভাল মূল্য পাওয়ায় কৃষক পরিবারে চলছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরাও উৎসবে মাঠে নেমেছে। বুধবার উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এলাকার কৃষকরা বলেছেন, চলতি মৌসুমে বোরো ধানের ফলন ভাল ও ন্যায্যমূল্য পাওয়ায় ধানকাটা ও মাড়াইয়ে রয়েছে উৎসবের আমেজ। মাঠ দিবস উপলক্ষে এদিন দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম তাজ-কির-উজ্জামান। মিডওয়াইফদের পরিচিতি নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, (নেত্রকোনা) ৪ মে ॥ স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর যৌথ উদ্যোগে ডিএফআইডির অর্থায়নে ‘নিরাপদ প্রসব ও মাতৃমৃত্যু হার কমানোর লক্ষ্যে’ বুধবার মিডওয়াইফদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন, ডেভলপিং মিডওয়াইভস প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী সুজিত বনোয়ারী, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ আবদুল হালিম প্রমুখ।
×