ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনে আগুন ধানসাগর স্টেশন অফিসার সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৬:৩৬, ৫ মে ২০১৬

সুন্দরবনে আগুন ধানসাগর স্টেশন অফিসার সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক মাসে চার বার আগুন লাগার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তাকে সাসপেন্ড করে পূর্ব বিভাগের সদর দফতর বাগেরহাটে ক্লোজের নির্দেশ দিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে গত এক মাসে দুই কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হলো। এদিকে সুন্দরবনে বার বার আগুন লাগার ঘটনায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের গঠিত ছয় সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি বুধবার ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছে। ক্রিয়েটিভ বিজনেস চ্যালেঞ্জ প্রতিযোগিতা রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এবং ব্যাংকিং ডিবেটিং এ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রিয়েটিভ বিজনেস চ্যালেঞ্জ ২০১৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্যুত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবং চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) উত্তীর্ণ হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) দল চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। Ñবিজ্ঞপ্তি। গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৪ মে ॥ সদর উপজেলার গুয়াটন গ্রামের বাসিন্দা দিনমজুর নুরুল ইসলামের (৪৫) গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দেউলকাঠী আবেদ চেয়ারম্যানের বাড়িতে গাছ কাটার সময় গুরুতর আহত হয় সে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা নিয়ে যাওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তার মৃত্যু হয়। রাজশাহীতে টুকু হত্যা প্রধান আসামির আত্মসমর্পণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলা আওয়ামী লীগ নেতা ও চেম্বারের সাবেক প্রশাসক জিয়াউল হক টুকুকে গুলি করে হত্যার ১০ দিন পর আদালতে আত্মসমর্পণ করেছে প্রধান আসামি নয়ন। বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (১) আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন নয়ন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মোকসেদা আসগর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে এ মামলায় গত ২৭ এপ্রিল গ্রেফতার রবিউল ইসলাম ও জসিম উদ্দিনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ মামলায় আদালতে আত্মসমর্পণকারী নয়নকেও রিমান্ডে নেয়া হবে। প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল বিকেলে জিয়াউল হক টুকুকে রাজশাহী নগর ভবনের সামনে নিজের ব্যবসায়িক চেম্বারে গুলি করে হত্যা করা হয়। বজ্রপাতে নিহত দুই স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে শেফায়েত হোসেন (১৫) নামে এক কিশোর বজ্রপাতে নিহত হয়েছে। বুধবার বেলা দেড়টায় হারবাং কালা সিকদারপাড়া গ্রামে ঘটে এ ঘটনা। নিহত শেফায়েত ওই গ্রামের ইদ্রিছ মিয়ার পুত্র। নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর থেকে জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় বজ্রপাতে আবু তালেব (৩৫) নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর দলবাড়ীপাড়া গ্রামে। বজ্রপাতের সময় তালেব বাড়ির উঠানে অবস্থান করছিল। গাঁজাসেবী আটক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৪ মে ॥ উপজেলার আলীপুর থেকে মিরাজ (১৭) নামে এক গাঁজাসেবী কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার বিকেলে মিরাজ মৎস্য বন্দর আলীপুর থেকে মোটরসাইকেলে কলাপাড়ার উদ্দেশে যাচ্ছিল। টহল পুলিশের সন্দেহ হলে মিরাজকে চ্যালেঞ্জ করে। এ সময় তার কাছ থেকে এক পোটলা গাঁজা জব্ধ করা হয়। দুই শিবির ক্যাডার আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে উল্লাস করার অপরাধে রামুতে খালিদ হোছাইন প্রকাশ খালেদ খান ও রাশেদুল করিম নামে দুই শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। ধৃত শিবির ক্যাডাররা রামু পূর্ব মেরুংলোয়া ফতেখারকুলের মোঃ ইব্রাহিম খলিলের পুত্র। ভিপিসহ গ্রেফতার দুই নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৪ মে ॥ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের জিএসসহ দুই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত করার মামলায় সাবেক সহসভাপতি (ভিপি) মাসুদ আহম্মেদ রানাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌর শহরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। নাটোরে সুগার মিলে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৪ মে ॥ মজুরি কমিশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নে সেক্টর কর্পোরেশন শ্রমিক-ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে নাটোরের দুটি সুগার মিলে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কারখানা গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে। কারখানা গেটে সমাবেশে বক্তব্য রাখেনÑ নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ অন্য শ্রমিক নেতারা। এদিকে একই দাবিতে মিল গেটে শ্রমিক সমাবেশ করেছে দেশের সবচেয়ে বড় চিনিকল নর্থবেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী (পাস) বিষয় ওয়ারী ব্যবহারিক পরীক্ষা ১৮ মে নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ মে ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী (পাস) বিষয় ওয়ারী ব্যবহারিক পরীক্ষা (পুরনো সিলেবাস) আগামী ১৮ মে থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ১৬ জুন পর্যন্ত। এ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×