ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শনাক্ত হলেও ধরা পড়েনি রাবি শিক্ষকের খুনী

প্রকাশিত: ০৬:৩৪, ৫ মে ২০১৬

শনাক্ত হলেও ধরা পড়েনি  রাবি শিক্ষকের খুনী

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহীতে পরপর চারটি হত্যাকা-ের ঘটনায় আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকু হত্যা মামলার সামান্য অগ্রগতি হলেও এখনও তদন্ত ‘খাদের কিনারে’ রয়েছে চাঞ্চল্যকর রাবির ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার। আর অভিজাত নাইস হোটেলে বিশ^বিদ্যালয়ের ছাত্রছাত্রী খুনের কোন ক্লু পায়নি পুলিশ। এসব হত্যাকা-ের পর ১০-১২ দিন পার হলেও মামলার অগ্রগতি নিয়ে পুলিশের ভূমিকাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। খোদ রেজাউলের পরিবার ও রাবি শিক্ষকরাও এ হত্যাকা-ের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও মামলার অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ অধ্যাপক রেজাউলের পরিবার। নিহত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর স্ত্রী হোসনে আরা বলেন, ‘ঘটনার ১২ দিন হয়ে গেল অপরাধীদের কোন সন্ধান, কোন ক্লু খুঁজে পাচ্ছে না তদন্তকারী সংস্থার সদস্যরা। তিনি এ মামলার নিয়ে কোন আশার আলোও দেখছেন বলেও মনে করেন। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে শতভী বলেন, যে বিচারহীনতা দেখতে পাচ্ছি, তাতে বলার কিছু নেই। আশাবাদী হতে পারছি না। এদিকে মহানগর পুলিশের পক্ষ থেকে রেজাউল হত্যায় দুই খুনী শনাক্তের দাবি করা হলেও এখন তারা গ্রেফতার হয়নি। তার দুইজনই রাবির ইংরেজী বিভাগের শিক্ষার্থী ও জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দীন আহমেদ। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রাবি সংবাদদাতা জানান, ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইংরেজী বিভাগ। এদিকে অধ্যাপক রেজাউল করিমের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন ও বিভাগের ব্যানারে বুধবার ক্যাম্পাসে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাবির ইংরেজী বিভাগের সভাপতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি এএফএম মাসউদ আখতার বলেন, আগামী ৭ মে থেকে গ্রাষ্মকালীন ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচার দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
×