ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শরণখোলায় বাঁধে ফাটল ॥ জনমনে আতঙ্ক

প্রকাশিত: ০৬:৩৩, ৫ মে ২০১৬

শরণখোলায় বাঁধে ফাটল ॥ জনমনে  আতঙ্ক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলার ৩৫/১ পোল্ডারের বগি নতুন স্লুইসগেট এলাকার বেড়িবাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। পরপর কয়েক দফা ভাঙ্গনের ফলে মূল বেড়িবাঁধের অনেকাংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বিশাল অংশজুড়ে দেখা দিয়েছে ফাটল। পূর্ণিমার জোয়ারের প্রভাবে বেড়িবাঁধের অবশিষ্টাংশ বিলীন হওয়ার আশঙ্কা করা হয়েছে। ফলে ভাঙ্গনকবলিত এলাকার কয়েক হাজার মানুষ উদ্বিগ্ন। বগি গ্রামের নতুন স্লুইসগেট এলাকায় গিয়ে দেখা গেছে, ৩৫/১ পোল্ডারের ব্লক দেয়া মূল বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার এলাকাজুড়ে ধস নেমে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অসংখ্য স্থানে দেখা দিয়েছে ফাটল। গত কয়েক দিনের মতো ভূমি ধস অব্যাহত থাকলে খুব কম সময়ের মধ্যেই মূল বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকবে।
×