ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে গলাটিপে হত্যা

প্রকাশিত: ০৬:৩৩, ৫ মে ২০১৬

গৃহবধূকে গলাটিপে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৪ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও দেবর মিলে আয়েশা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় ঘটে এ হত্যাকা-ের ঘটনা। নিহত আয়েশা আক্তার মাগুরা জেলার শ্রীপুর থানার সদর এলাকার সাজ্জাদ হোসেনের স্ত্রী। সাজ্জাদ হোসেন তার স্ত্রী আয়েশা আক্তার ও ভাই আবদুল আলীকে নিয়ে মৈকুলী এলাকার আহাম্মদ আলী সরকারের বাড়িতে বসবাস করে স্থানীয় বি-ব্রাদার্স নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছে। স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে সাজ্জাদ হোসেন ও আবদুল আলীর সঙ্গে গৃহবধূ আয়েশা আক্তারের বেশ কয়েক দিন ধরে ঝগড়াঝাটি চলে আসছিল। ঝগড়াঝাটিকে কেন্দ্র করে বুধবার বিকেল ৫টার দিকে স্বামী সাজ্জাদ হোসেন ও দেবর আব্দুল আলী ক্ষিপ্ত হয়ে গৃহবধূ আয়েশা আক্তারকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকার মজিবুর রহমানের বাড়ির সামনের একটি নালা পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ওই ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বেলদি এলাকার মজিবুর রহমানের বাড়ির সামনের একটি নালা পুকুরে একদল শিশু গোসল করতে থাকে। এ সময় শিশু হাবিবা, মাকসুদা ও মাসুদা পানিতে তলিয়ে যায়। বিকেল ৫টার দিকে ওই তিন শিশুর মৃতদেহ পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা মৃতদেহগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুরা হলো, বেলদি এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে হাবিবা (১০), মাসিকুর রহমানের মেয়ে মাকসুদা (৭) ও মারিয়া (৯)। তারা ৩ জনই বেলদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।
×