ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফল ব্যবসায়ীকে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৬:৩২, ৫ মে ২০১৬

ফল ব্যবসায়ীকে  জবাই করে হত্যা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের কাজীপুরে মজনু শেখ (৪০) নামের এক ফল ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। তার বাড়ি উপজেলার মেঘাই গ্রামে। পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাইজবাড়ী এলাকার জামাল নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মজনু মেঘাই বাজারে ফল বিক্রি করত। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেনি। রাতেই তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। বুধবার সকালে উপজেলার যমুনা নদীর মাইজবাড়ী চরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানায় লাশ দেখে তার স্বজনরা শনাক্ত করেন। চুয়াডাঙ্গা ও রাঙ্গুনিয়ায় লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা থেকে জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের বোয়ালিয়া ভিটে খোলার মাঠে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা শেষে ফেলে রেখে যায়। নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া থেকে জানান, রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে আহমদ ছাফা (৩৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তার লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এয়াকুব আলী নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত আহমদ ছাফার মৃত্যু রহস্য উদ্ঘাটনপূর্বক খুনীদের গ্রেফতারের দাবিতে বুধবার দুপুরে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে এলাকাবাসী মানববন্ধন করেছে।
×