ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মন্টেনিগ্রো ওয়ার্ল্ড আর্ট গেমসে শিল্পী লায়লা শারমিন

প্রকাশিত: ০৬:৩১, ৫ মে ২০১৬

মন্টেনিগ্রো ওয়ার্ল্ড আর্ট গেমসে শিল্পী লায়লা শারমিন

সংস্কৃতি ডেস্ক ॥ ভূমধ্যসাগরীয় অঞ্চলের মুক্তাখ্যাত মন্টেনিগ্রোতে অনুষ্ঠিতব্য ৯ দিনব্যাপী তৃতীয় ওয়ার্ল্ড আর্ট গেমস্ েঅংশ নিচ্ছেন বাংলাদেশের প্রতিভাবান চিত্রশিল্পী লায়লা শারমিন। আর্টিস্টস্ অব মন্টেনিগ্রোতে উদ্বোধনের পর প্রদর্শনীটি সুটোমোর ও কোটরসহ বিভিন্ন শহর ঘুরে বেড়াবে। লায়লা শারমিন ইতোমধ্যে ৬০টির অধিক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। টোকিও ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার, বার্সেলোনা আর্ট ফেয়ার, আর্ট শপিং (ক্যারুসেল ড্যু লুভার, প্যারিস), আর্ট এক্সপো নিউইয়র্ক, ইজমির বাইয়েনিয়্যাল (তুরস্ক), এফেক্টো বাইয়েনিয়্যালসহ (মেক্সিকো) বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনীতে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। শিল্পীর এককচিত্র প্রদর্শনীর সংখ্যা ১১টি। লায়লা শারমিন বর্তমানে ঢাকার হায়াসিন্থ গার্ডেন গ্যালারির পরিচালক।
×