ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিরল বেগুনি হীরা

প্রকাশিত: ০৬:২৯, ৫ মে ২০১৬

বিরল বেগুনি হীরা

অস্ট্রেলিয়ার একটি খনিতে বিরল বেগুনি রঙের হীরা পাওয়া গেছে, যা এ ধরনের হীরার মধ্যে সবচেয়ে বড়। ২০১৫ সালের আগস্টে দেশটির পশ্চিমের প্রত্যন্ত আরগাইল খনিতে হীরাটি পাওয়া যায়। এ খনির মালিক যুক্তরাজ্য-অস্ট্রেলিয়াভিত্তিক রিও টিনটো গ্রুপ। এখন পর্যন্ত বিশ্বের গোলাপি ও লাল হীরার ৯০ শতাংশের বেশিই এ খনি থেকে পাওয়া গেছে। হীরাটির প্রকৃত ওজন ছিল ৯.১৭ ক্যারেট। কয়েক সপ্তাহের পরিমার্জনের পর ডিম্বাকৃতির এটির ওজন দাঁড়ায় ২.৮৩ ক্যারেটে। -এএফপি
×