ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিয়ানআনমেন বিক্ষোভের সর্বশেষ বন্দী মুক্তি পাচ্ছে তিন দশক পর

প্রকাশিত: ০৬:২৯, ৫ মে ২০১৬

তিয়ানআনমেন বিক্ষোভের সর্বশেষ বন্দী মুক্তি পাচ্ছে তিন দশক পর

তিন দশকেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী জীবনযাপন করছে মিয়াও দেসুন। বহু বছর হলো বাইরের পৃথিবীর সঙ্গে তার কোন যোগাযোগ নেই। ১৯৮৯ সালে যখন তাকে কারগারে নেয়া হয়, তখন সে ছিল মাত্র ২৫ বছরের এক যুবক। বর্তমানে সে ৫২ বছরের এক প্রৌঢ়। ১৯৮৯ সালে তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভে জড়িত সর্বশেষ এই বন্দীকে এ বছরের শেষ দিকে মুক্তি দেয়া হতে পারে। খবর গার্ডিয়ানের। ১৯৮৯ সালে চীনের গণতন্ত্রপন্থীদের গণবিক্ষোভের সময় মিয়াও দেসুনের বয়স ছিল ২৫ বছর। তখন গণবিক্ষোভের অভিযোগে এক হাজার ছয়শ’ গণতন্ত্রপন্থী চীনা নাগরিককে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে সরকার। এদের মধ্যে হেবেই প্রদেশের শ্রমিক মিয়াও দেসুনও ছিল। ধারণা করা হয়, ওই বছর ৪ জুন বর্বর সামরিক অভিযানে গণতন্ত্রপন্থী কয়েকশ’ বিক্ষোভকারী প্রাণ হারায়। ওই বছর আগস্টে একটি জ্বলন্ত ট্যাঙ্কের ওপর ঝুড়ি ফেলে অগ্নিসংযোগ করার অভিযোগে চার সহকর্মীসহ মিয়াওকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারে প্রথমে তাকে মৃত্যুদ- দেয়া হলেও পরে ১৯৯১ সালে তার সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়। এদিকে পরবর্তীতে খুব সম্প্রতি এই মার্চে- তিনটি অনুষ্ঠান উপলক্ষে মিয়াওর সাজা কমানো হয়েছে। এর অর্থ হচ্ছে, আগামী ১৫ অক্টোবর সে কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবধিকার সংগঠন ‘দুয়াই হুয়া চলতি সপ্তাহে এ কথা জনিয়েছে।
×