ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিহাবের হার্টে ছিদ্র জরুরী অস্ত্রোপচারে সাহায্যের হাত বাড়ান

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৪৫, ৫ মে ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ তিন বছরের শিশু মোঃ সিহাবের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। সে বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। পঞ্চগড় জেলা সদরের সণœাসী পাড়া গ্রামের সাইদুল ইসলামের একমাত্র সন্তান সিহাব। সাইদুল ইসলাম একজন দরিদ্র কৃষক। অন্যের জমি বর্গাচাষ করে সংসার চালান। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিশু সিহাবের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। শিশুটির চিকিৎসায় সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ সাইদুল ইসলাম, জনতা ব্যাংক লিঃ, পঞ্চগড় শাখা, হিসাব নং ১০৬৮৯। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×