ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চতুর্থ দফা ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি ইসির

প্রকাশিত: ০৫:৪৩, ৫ মে ২০১৬

চতুর্থ দফা ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি ইসির

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদে তিন দফায় নির্বাচন শেষে এবার ইসির নজর চতুর্থ দফার দিকে। তারা জানিয়েছেন এ দফায় নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী শনিবার এ দফায় নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। চতুর্থ দফায় নির্বাচনের জন্য প্রার্থীদের আজ রাত ১২টার মধ্যে সব ধরনের প্রচার শেষ করতে হবে। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী আজ সকাল থেকেই টহল শুরু করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের আরও কঠোর হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এদিকে চতুর্থ দফায় নির্বাচনী সরঞ্জাম আগামীকাল রাতে পৌঁছে যাচ্ছে নির্বাচনী কেন্দ্রে। নির্বাচন কেন্দ্রে নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রেও নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। নির্বাচনী এলাকায় র‌্যাব, পুলিশ, বিজিবি সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স ভোটের দিনসহ আগে পরে মোট ৪ দিন দায়িত্ব পালন করবে। অপরাধ বিচারের জন্য থাকছে বিচারিক হাকিম। আচরণবিধি দেখভালের জন্য আগেই প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়া হয়েছে চতুর্থ দফায় নির্বাচনী প্রচারের শুরু দিন থেকেই। চতুর্থ দফায় ৫০ জেলায় ৮৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত প্রত্যেক উপজেলায় একজন করে বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ২৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ইসির নিবন্ধিত ১৭ রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে ১ হাজার ৭২৩ জন। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা রয়েছে ১ হাজার ৫২২ জন। এ দফায় ৭২৫ ইউপিতে ভোটগ্রহণ করা হলেও বিএনপির প্রার্থী নেই ১০৬ ইউপিতে। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী নেই মাত্র ১ ইউপিতে। ১৭ রাজনৈতিক দলের মধ্যে এ দফায় আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ৭২৪ ইউপিতে, বিএনপির ৬১৯ ইউপিতে, জাতীয় ১৫৬, জাসদ ৪২, জেপি ৩, ওয়ার্কার্স পার্টি ৯, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫৪, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২, ন্যাশনাল পিপলস পার্টি ১, সিপিবি ১, জমিয়তে উলামায়ে ইসলাম ৪, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২, বিএনএফ ২, কৃষক শ্রমিক জনতা লীগ ২, ইসলামী ঐক্যজোট ১ ও অন্যান্য ১ ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও চেয়ারম্যান পদে ৩৩ জন ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যাদের সবাই আওয়ামী লীগ দলীয় প্রার্থী বলে কমিশন জানিয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে শনিবার সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হবে। এ কারণে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বুধবার থেকেই মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার ভোটের দিন রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। কমিশন জানিয়েছে, আইনানুযায়ী সব নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন আগে থেকে ভোটের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এ নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বলা হয়েছে। এছাড়াও ইসির নির্দেশনা অনুযায়ী শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিক্সা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিক আপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইভাবে শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সকল ধরনের নৌ-যান ও স্পিডবোট চলাচলেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে রাখতে বলা হয়েছে। জরুরী সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এছাড়াও ইসির অনুমোদিত যানবাহনের ক্ষেত্রে শিথিলতা এবং নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিকদের পরিচয়পত্র থাকতে হবে। চতুর্থ ধাপের নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছানো হয়েছে। এসব সরঞ্জাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রিসাইডিং অফিসার। এদিকে ৫ম ও ষষ্ঠধাপের প্রার্থীদের এখনও কমিশনের আনুষ্ঠানিকতা শেষ হয়নি। ৫ম ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র জমা সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। আজ এ ধাপের প্রার্থীদের বাছাই শেষ হচ্ছে। আগামী ১২ মে প্রার্থিতা প্রত্যাহার শেষে নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা। আগামী ২৮ মে ৫ম দফায় ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। এছাড়াও ষষ্ঠ দফায় নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ৯ মের মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই করা হবে ১১ ও ১২ মে। এ দফায় প্রত্যাহারের দিন রাখা হয়েছে ১৯ মে। এ দফার নির্বাচনের মাধ্যমেই শেষ হচ্ছে প্রায় চার মাস ধরে চলা ইউপি নির্বাচন।
×