ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়েতের প্রধানমন্ত্রীর সংসদ কার্যক্রম পরিদর্শন

প্রকাশিত: ০৫:৪২, ৫ মে ২০১৬

কুয়েতের প্রধানমন্ত্রীর সংসদ কার্যক্রম পরিদর্শন

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের দশম অধিবেশনের সপ্তম কার্যদিবসে সংসদ কার্যক্রম পরিদর্শনে করেছেন বাংলাদেশ সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। সফরসঙ্গীদের নিয়ে কুয়েতের প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে প্রবেশ করলে প্রধানমন্ত্রী, স্পীকারসহ সরকার ও বিরোধী দলের সকল সংসদ সদস্য টেবিল চাপীড়য়ে তাঁকে স্বাগত জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল সোয়া ৫টায় সংসদ অধিবেশন শুরু হয়। তাঁর আগেই কুয়েতের প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে স্বাগত জানান। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়া মাত্রই কুয়েতের প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনের ভিভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন। স্পীকার তাঁর উপস্থিতির কথা সংসদকে অবহিত করা মাত্রই প্রধানমন্ত্রীসহ সকল সংসদ সদস্য তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এরপর কুয়েতের প্রধানমন্ত্রী কিছুক্ষণ সংসদ অধিবেশনে অবস্থান করে সংসদীয় কার্যক্রম প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর পর্বও নিজ আসনে বসে প্রত্যক্ষ করেন আল-সাবাহ। প্রশ্নোত্তরকালে প্রধানমন্ত্রী পায়রা নদীর ওপর বিশাল সেতু এবং লেবুখালী সেতু নির্মাণে কুয়েত সরকারের অর্থায়নের জন্য সফররত দেশটির প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। কুয়েত প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসা প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী খালেদ সুলেইমান আল-জারাল্লাহ, শিক্ষামন্ত্রী ড. বদর হামাদ আল-ইসাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া কুয়েত চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
×