ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী ও সন্ত্রাস দমনে এক সঙ্গে কাজ করার প্রত্যয় নিশা দেশাইয়ের

প্রকাশিত: ০৫:৪২, ৫ মে ২০১৬

জঙ্গী ও সন্ত্রাস দমনে এক সঙ্গে কাজ করার প্রত্যয় নিশা দেশাইয়ের

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে চলমান হত্যাকা-ের প্রেক্ষিতে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সরকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। এছাড়া চলমান হত্যাকা-, জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন নিশা। এতে উঠে এসেছে, দেশে নিরাপত্তা নিশ্চিতকরণ ইস্যুসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতার বিষয়টি। বৈঠকে নিশা দেশাই জোর দিয়েছেন, সমসাময়িক ইস্যু হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা, মুক্তমতের চর্চায় বাধা, মার্কিন দূতাবাস কর্মকর্তা-রাবি শিক্ষক ও ব্লগার খুনসহ সার্বিক পরিস্থিতির ওপর। এ জন্য সন্ত্রাসবাদ দমনে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বৈঠক সূত্র জানায়, জুলহাজসহ সাম্প্রতিক গুপ্তহত্যার ঘটনা তদন্তে সহায়তা দেয়ার বিষয়ে আগ্রহ ব্যক্ত করেছেন নিশা দেশাই। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, এখান থেকে উত্তরণের পথ নিয়েও আলোচনা হয়েছে। একের পর এক হত্যাকা-ে বাংলাদেশ সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সে সম্পর্কেও জানতে চান নিশা দেশাই। সরকারের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, সে বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, ইউএসএআইডির বাংলাদেশ প্রতিনিধিসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার ঢাকার মার্কিন মিশনের কর্মকর্তাদের সঙ্গেও একটি বৈঠকে মিলিত হন। আজ বৃহস্পতিবারও তিনি সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। ঢাকার মার্কিন দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সফরকালে নিশা দেশাই সরকারী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দু’পক্ষের যেসব উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এছাড়া স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। ২০১৩ সালের শেষের দিকে বাংলাদেশের রাজনৈতিক অরাজকতার সময় প্রথমবারের মতো ঢাকা সফরে আসেন মার্কিন পররাষ্ট্রবিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই। তিন দিনের ওই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার নেতার সঙ্গে বৈঠক করেন। সবার কাছ থেকে তখনকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান। রাজনৈতিক সঙ্কট নিয়ে বিশেষ কিছু বলেননি তিনি। তবে তার এই সফরকে ঘিরে তখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এরপর তিনি ২০১৪ ও ২০১৫ সালে আরও দুইবার ঢাকায় এসেছেন। বুধবার চতুর্থবারের মতো তিন দিনের সফরে ঢাকায় এসেছেন নিশা দেশাই।
×