ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাড়ে ৮ কোটি টাকা শুল্ক ফাঁকি

প্রকাশিত: ০৫:৩৭, ৫ মে ২০১৬

সাড়ে ৮ কোটি টাকা  শুল্ক ফাঁকি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুল্ক ফাঁকির অভিযোগে বিলাসবহুল বিশ্বখ্যাত রেসিং কার ‘ওডি আর ৮’ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। দীর্ঘদিন নজরদারির পর বুধবার বনানীর জি ব্লকের ৭ নম্বর সড়কের ভার্সেটাইল অটোমোবাইল নামের একটি প্রতিষ্ঠান থেকে ‘ওডি আর’ ৮ কারটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বলছে, সাড়ে ৮ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় গাড়িটি আমদানি করা হয়েছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বলেন, ২০১৩ সালে মংলা বন্দর দিয়ে গাড়িটি ছাড় করানো হয়েছে ‘ওডি টিটি’ ২৫০০ সিসি হিসেবে। যুক্তরাজ্য থেকে গাড়িটি আমদানি করে ঢাকার তুরাগের অটো ওয়ান নামের একটি প্রতিষ্ঠান। একই বছরে ২৭ এপ্রিল মংলা বন্দরের (বিল অব এন্ট্রি ৩৪২৭) মাধ্যমে গাড়িটির মূল্য ২৬ লাখ টাকা দেখিয়ে তার ওপর ৪৫১% শুল্ক দিয়ে খালাস করা হয়। কিন্তু শুল্ক গোয়েন্দারা যাচাই করে জানতে পারেন, গাড়িটি ‘ওডি আর ৮’ মডেলের, এটি ৫২০০ সিসির। সিসি, মডেল ও মূল্য তথ্য গোপন করে আমদানি করা গাড়িটির নিট শুল্ক ফাঁকি হয়েছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। ২০১৩ সালে গাড়িটি আমদানি করা হলেও এখনও রেজিস্ট্রেশন করা হয়নি। কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যাখ্যাও দিতে পারেনি বলে জানান তদন্ত অধিদফতরের এই উচ্চ কর্মকর্তা। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মইনুল খান। গাড়িটি বিশ্বে রেসিং খেলায় ব্যবহৃত হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক গত মাসে জানিয়েছিলেন, পর্যটকদের বিশেষ সুবিধার সুযোগ নিয়ে কর ফাঁকি দিয়ে বিলাসবহুল শতাধিক গাড়ি বাংলাদেশে চলছে। উল্লেখ্য, এর আগে শুল্ক গোয়েন্দারা বিএমডব্লিউ, পোরশে জিপ, রেঞ্জ রোভার, লেক্সাসসহ বেশ কিছু গাড়ি জব্দ করেছে।
×