ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইবিতে ভিসি গ্রুপের কর্মকর্তাদের উপর হামলা ॥ আহত ৮

প্রকাশিত: ০২:৫১, ৪ মে ২০১৬

ইবিতে ভিসি গ্রুপের কর্মকর্তাদের উপর হামলা ॥ আহত ৮

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি গ্রুপের কর্মকর্তাদের ওপর হামলা করেছে প্রো-ভিসি গ্রুপের কর্মকর্তারা। এতে বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ ৮ কর্মকর্তা আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, মঙ্গলবার ভিসির অপসারনের দাবিতে মানববন্ধন করে প্রো- ভিসি অধ্যাপক ড. মো. শাহিনুর রহমানের পক্ষের শিক্ষক-কর্মকর্তারা। এর প্রেক্ষিতে পাল্টা ডাক দেয় ভিসি গ্রুপের শিক্ষক-কর্মকর্তারা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে প্রো-ভিসির অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসন ভবন থেকে ভিসি গ্রুপের কর্মকর্তারা মানববন্ধনে অংশ নেয়ার জন্য বের হয়। এসময় প্রো-ভিসির পিএস আঃ হান্নানের নেতৃত্বে প্রো- ভিসি গ্রুপের কর্মকর্তা আলোমগীর হোসেন খান, সোহেল রানা, আসাদুজ্জামান মাখন, রুহুল আমীন, রাশেদ চৌধুরী, আঃ সালাম সেলিম, জাহাঙ্গীরসহ ১০-১৫ জন্য তাদের উপর হামলা করে। হামলায় ভিসি গ্রুপের কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার মীর মোরশেদুর রহমান, এস্টেট শাখার হারুন উর রশিদ, ভিসির পিএস মনিরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার আইয়ুব আলী, রেজিস্ট্রারের পিএস আনোয়ার হোসেনসহ ৮ জন আহত হয়। আহতদের মধ্যে মোর্শেদের অবস্থা গুরুতর। মোর্শেদ খান বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাংগঠনিক সম্পাদক। মনিরুল ইসলাম ও হারুন অর রশিদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ নিয়ে ভিসি এবং প্রো-ভিসি সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘যেহেতু উভয় গ্রুপের মধ্যে একটু মতবিরোধ হয়েছে। তাই সবাই যাতে নির্বিঘেœ মত প্রকাশের স্বাধীনতা পায় সেজন্য প্রক্টরিয়াল বডি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।’
×