ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০২:৪৩, ৪ মে ২০১৬

চকরিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাস ও টাটা ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ১১মে প্রকাশিতব্য এসএসসি পরীক্ষার ফল প্রার্থী আহাদুল করিম (১৮) নিহত হওয়ার ঘটনায় জড়িত চালকদের গ্রেফতার পুর্বক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শত শত সহপাঠি শিক্ষার্থী। বুধবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া শহরের নিউ মার্কেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এসব শিক্ষার্থী। ওইসময় দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের উভয় দিকে অন্তত তিন শতাধিক যাত্রী ও পন্যবাহি গাড়ি আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ। বিক্ষোভ চলাকালে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের নিবারণের চেষ্টা করে। দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, সিনিয়র হকারি পুলিশ সুপার (সদর সার্কেল, চকরিয়া), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ঘটনাস্থলে পৌছে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ কর্মসুচী প্রত্যাহার করে। মঙ্গলবার বেলা ১১টায় রিংভং নতুন মসজিদ এলাকায় যাত্রীবাহী ইউনিক পরিবহনের বাস ও টাটা (ম্যাজিক) গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এসএসসি পরীক্ষার ফল প্রার্থী আহাদুল করিম সহ ৫ নারী-পুরুষ ও শিশু নিহত হয়।
×