ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুর ও লালমনিরহাটে কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০২:৪২, ৪ মে ২০১৬

রংপুর ও লালমনিরহাটে কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে রংপুর আট উপজেলা ও লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় উঠতি ফসল, ধান, ভুট্টা, কলা, সবজিসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক শত হেক্টর উঠতি ফসল হারিয়ে কয়েক হাজার কৃষক পরিবার পড়েছে মহা বিপাকে। জেলায় র্দীঘ খরার পর মঙ্গবার রাত ও বুধবার সকালে দুই দফায় শীলাবৃষ্টি ও কালবৈশালী ঝড় হয়েছে। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে আসে। কিন্তু কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের সূত্রে জানা যায়, আম, জাম, লেচু, ভুট্টা, ধান, সবজিসহ নানা উঠতি ফসলের ক্ষতি হয়। প্রাথমিক ধারনায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ হাজার হেক্টর ফসলি জমি। লালমনিরহাট সদরের খুনিয়াগাছ উপজেলার কালমাটি গ্রামের রমজান আলী (৫০) জানান, সকালে বড় বড় শীলাবৃষ্টির ফোটা ফসলের সব চেয়ে ক্ষতি করেছে। পাঁকা ধানের র্শীষ ঝরে পড়েছে। উঠতি ফসলের ক্ষতিতে কৃষক পরিবার গুলো পড়েছে মহা বিপাকে। কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির চুড়ান্ত হিসেব করতে মাঠ পর্যায়ে কাজ করছে।
×