ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইন লঙ্ঘনের দায়ে ভিশন ক্যাপিটালকে জরিমানা

প্রকাশিত: ০১:৪১, ৪ মে ২০১৬

আইন লঙ্ঘনের দায়ে ভিশন ক্যাপিটালকে জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট তার ২ জন গ্রাহকের নিকট থেকে ৫ লাখ ৭০ হাজার টাকার চেক গ্রহণ করে কোম্পানিটির সমন্বিত গ্রাহক হিসাবে তা আদায় করে। তবে পরবর্তীতে উক্ত গ্রাহকদের হিসাবে টাকা জমা না দিয়ে অন্য গ্রাহকের হিসাবে অর্থ জমা করে। এভাবে অর্থ আত্মসাৎ করে কোম্পানিটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক- ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিল এর আচারণ বিধি ১ লঙ্ঘন করে।
×