ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্জার নীতিমালা গঠনে চার সদস্যের কমিটি

প্রকাশিত: ০১:৩৮, ৪ মে ২০১৬

মার্জার নীতিমালা গঠনে চার সদস্যের কমিটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোম্পানির মার্জার এবং টেকওভার করার বিষয়ে নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার সংস্থাটির ৫৭১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত নীতিমালা করার জন্য বুধবারের কমিশন সভায় চার সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে বিএসইসি। সংস্থাটির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলমকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্য সচিব করা হয়েছে সংস্থাটির উ-পরিচালক কাউসার আলীকে। বাকী দুই সদস্য হলেন, পরিচালক রিপন কুমার দেবনাথ ও মো. আবুল কালামকে। সূত্র মতে, এই আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করার জন্য বলেছে বিএসইসি।
×