ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে অগ্নিকান্ডের ঘটনায় ধানসাগর ষ্টেশন অফিসার সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ২০:১৮, ৪ মে ২০১৬

সুন্দরবনে অগ্নিকান্ডের ঘটনায় ধানসাগর ষ্টেশন অফিসার সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক মাসে ধানসাগর স্টেশনে চার বার আগুন লাগার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তাকে সাসপেন্ড করে পূর্ব বিভাগের সদর দপ্তর বাগেরহাটে ক্লোজের নির্দেশ দিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বুধবার এতথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে গত এক মাসে ২ কর্মকর্তাসহ ৪ জনকে বরখাস্ত করা হলো। গত ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিলের পর্যন্ত এক মাসে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনভূক্ত নাংলি ও তুলাতলা এলাকায় চার দফায় পরিকল্পিত ভাবে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। যা সুন্দরবনের সংরক্ষণ ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করে। এ আগুনে অন্তত ১৩ একর বন ভূমি পুড়ে যায়। এই নাশকতা আগুনের ঘটনায় থানা ও আদালতে বন আইনে তিনটি মামলায় ১৭ জনকে এজাহারভূক্ত আসামী করে সুন্দরবন বিভাগ। এসব আসামীদের কাউকে এখনও পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। তবে, সন্দেহজনক তিন জনকে আটক করে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। বারবার আগুন লাগার ঘটনা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গত ১ মে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী সুন্দরবনে নাশকতার আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
×