ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিগে ৫ উইকেট নিলেন মাহমুদ উল্লাহ

প্রকাশিত: ২০:০৩, ৪ মে ২০১৬

লিগে ৫ উইকেট নিলেন মাহমুদ উল্লাহ

অনলাইন ডেস্ক॥ সাব্বির রহমানের সেঞ্চুরির ম্যাচে ৫ উইকেট শিকার করলেন মাহমুদ উল্লাহ। তবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের অধিনায়ক প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বড় সংগ্রহ ঠেকাতে পারেননি। ১০ ওভারে ৬৬ রানে ৫ উইকেট নিয়েছেন মাহমুদ উল্লাহ। এটা লিস্ট 'এ' ক্রিকেটে তার সেরা বোলিং। আগের সেরা ছিল ৭৫ রানে ৪ উইকেট। সাব্বিরের ১০০ তে প্রাইম ব্যাংক ৯ উইকেটে করেছে ৩১৮ রান। এক পর্যায়ে ২ উইকেটে ২৭৩ রান ছিল প্রাইম ব্যাংকের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ বুধবারের এই ম্যাচে এরপর ৪৫ রানে ৭ উইকেট হারিয়েছে দলটি। এর বড় কারণ মাহমুদ উল্লাহর অফ স্পিন। শেষ ওভারে ৪ বলে ৩ উইকেট নিয়েছেন এই বোলার। তার দ্বিতীয় বা শেষ স্পেলটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই স্পেলটি এমন : ৫-০-৩৯-৫। প্রথম স্পেলে ৫ ওভারে ২৭ রান দেন মাহমুদ উল্লাহ। সাব্বির তাকে এক ওভারে ২ বাউন্ডারি ও ১ ছক্কা হাঁকানোর পর অন্য বোলার ডাকেন। নিজে আবার বোলিংয়ে ফেরেন ৪২তম ওভারে। জাতীয় দলের সতীর্থ প্রতিপক্ষ ব্যাটসম্যান সাব্বির তখন সেঞ্চুরির পথে। দ্বিতীয় স্পেলের তৃতীয় ওভারে গিয়ে ম্যাচে প্রথম উইকেট পান মাহমুদ উল্লাহ। সাব্বিরের সাথে তৃতীয় উইকেটে ১৩৩ রানের জুটি গড়া নুরুল হাসানকে (৬৩) ফিরিয়ে দেন। পরের ওভারে নেন প্রতিপক্ষ অধিনায়ক শুভাগত হোমের (১৯) উইকেট। ম্যাচের শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে তাইবুর রহমান (১৩) ও রুবেল হোসেনকে (০) তুলে নেন মাহমুদ উল্লাহ। ম্যাচের শেষ বলে নাজমুল ইসলামকে করেন বোল্ড।
×