ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমরাই ছক্কা মারব ॥ মমতা

প্রকাশিত: ১৯:৩৪, ৪ মে ২০১৬

আমরাই ছক্কা মারব ॥ মমতা

অনলাইন ডেস্ক॥ শুরু করেছিলেন ৮ মার্চ কলকাতায় নারী দিবসের মিছিল দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী সভা শুরু পরদিন উত্তরবঙ্গের মালদহে। প্রায় দু'মাস অক্লান্ত পরিশ্রম। মঙ্গলবার তাঁর প্রচার শেষ হল সেই উত্তরবঙ্গেই, বাংলাদেশের সীমান্তঘেঁষা মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায়। ১৫০টিরও বেশি জনসভা। ২০টির মতো বিশাল মিছিল। এই কয়টা দিন ভেসেছেন মানুষের স্রোতেই। অর্থাৎ প্রচারেই বিরোধীদের ছক্কা মেরে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যাই প্রচার করুক ক্ষমতায় যে ফিরছেন, তা নিয়ে সংশয় নেই। আত্মবিশ্বাসও দ্বিগুণ। শেষ পর্যায়ে তাই মুখ্যমন্ত্রী আরও একবার বললেন, "তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে৷ অনেকে বাড়িতে বসে নানা অঙ্ক কষছেন। কিন্তু ছক্কা হাঁকাবে তৃণমূলই।" কেন তিনি একথা বলছেন, তা বুঝিয়ে মমতা বলেন, "এই প্রায় দু'মাস আমি গোটা রাজ্য ঘুরেছি। মানুষই বলছে, বাংলা বদলে গেছে। মা-বোনেদের যে জনস্রোত দেখেছি, তাতে স্পষ্ট, এখানে কুৎসা-অপপ্রচারের বিরুদ্ধে মানুষই বদলা নেবে। একটা একটা করে ভোট দিন। আর অপমানের জবাব দিন।" সূত্র: সংবাদ প্রতিদিন
×