ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুজরাটকে হারাল দিল্লী

প্রকাশিত: ০৮:৪৮, ৪ মে ২০১৬

গুজরাটকে হারাল দিল্লী

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে মঙ্গলবার গুজরাট লায়নসের বিপক্ষে বড় জয় পেয়েছে দিল্লী ডেয়ার ডেভিলস। জহির খানের দল এদিন ৮ উইকেটে অনায়াসেই হারিয়েছে গুজরাটকে। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে গুজরাট। জবাবে ১৬ বল হাতে রেখে ২ উইকেট হারিয়েই ১৫০ রান তুলে ফেলে দিল্লী। এর ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জহির খানের দল। ১৫০ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দিল্লী। উদ্বোধনী জুটিতেই ১১৫ রান তুলে ফেলেন কুইন্টন ডি কক ও রিশাভ প্যান্ট। ৪০ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন প্যান্ট। আর আউট হওয়ার আগে ৪৫ বলে ৪৬ রান করে যান ডি কক। এরপরের কাজটা করেন সাঞ্জু স্যামসন (১৯) ও জেপি ডুমিনি (১৩)। দুজনই অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। এর আগে রাজকটে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধে করতে পারেনি গুজরাট লায়ন্স। মাত্র ২৪ রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা। তবে কঠিন মুহূর্তে দলের হাল ধরেন দিনেশ কার্তিক। ৪৩ বলে তার করা ৫৩ রানই ইনিংসের সর্বোচ্চ। গুজরাটের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। এছাড়া অধিনায়ক সুরেশ রায়নার ব্যাট থেকে আসে ২৪ রান। ২৩ রানে ২ উইকেট নিয়ে দিল্লীর সফল বোলার শাহবাজ নাদিম। এছাড়া ক্রিস মরিস, জহির খান, অমিত মিশ্রা এবং মোহাম্মদ সামি প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন। তবে ম্যাচ সেরা হন দিল্লীর রিশাভ প্যান্ট।
×