ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৩ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৯, ৪ মে ২০১৬

রাজধানীতে ৩ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগ, খিলগাঁও ও বনানী এলাকা থেকে মঙ্গলবার তিন নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। গাবতলীতে একটি যাত্রাবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় দু’জন আহত হয়। এদিকে কাওরানবাজারে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে রামপুরায় সন্ত্রাসীরা এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে। পুুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুরাগ, খিলগাঁও ও বনানী এলাকা থেকে তিন নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে তুরাগের একটি বাড়ি থেকে লিমা আক্তার (২১) নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। লিমার স্বামীর নাম শরিফ ইসলাম। সড়ক দুর্ঘটনায় একজন নিহত ॥ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাবতলী তিন রাস্তার মোড় এলাকায় যাত্রীবাহী ‘সৌহার্দ্য’ পরিবহনের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোঃ হান্নান (৫০) ও মোঃ শামীম (২০) গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু ॥ রাজধানীর কাওরান বাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কাওরান বাজার এফডিসি এলাকার সামনে ট্রেন লাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ যুবক ॥ রাজধানীর রামপুরায় একটি গ্যারেজ থেকে বের করে এনে সন্ত্রাসীরা আব্দুল মান্নান (২৭) নামে এক যুবককে গুলি করে পালিয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×