ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে বিল পাস

প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮:১৮, ৪ মে ২০১৬

প্রতিরক্ষা বিভাগের  সর্বাধিনায়ক  রাষ্ট্রপতি

সংসদ রিপোর্টার ॥ প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ তথা বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের মাধ্যমে রাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি। আগে ১৯৮৯ সালের ডিফেন্স সার্ভিস (সুপ্রীম কমান্ড) অর্ডিন্যান্স অনুযায়ী এই দায়িত্ব পালন করলেও সংবিধান সংশোধনের ফলে ওই অধ্যাদেশ রহিত হওয়ায় নতুন আইন প্রণয়নের জন্য ‘প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬’ জাতীয় সংসদে পাস করা হয়েছে। মঙ্গলবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে ‘প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬’ নামের আরও একটি বিল পাস হয়। বিল দু’টি পাসের প্রস্তাব উত্থাপন করেন আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ৫টি বিলের রিপোর্ট উপস্থাপন ॥ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা বাড়াতে আনীত পৃথক ৫টি বিলের ওপর সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপিত হয়েছে।
×