ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নগরী নোংরা করলে জরিমানা ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৮:১৭, ৪ মে ২০১৬

নগরী নোংরা করলে  জরিমানা ॥ সাঈদ  খোকন

স্টাফ রিপোর্টার ॥ রাস্তায় ও যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে আগামী ১০ দিনের মধ্যে ৫ হাজার ৭শ’ বিন বসানোর কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এরপরও কেউ যত্রতত্র ময়লা ফেলে মহানগরীকে নোংরা করলে তাদের জরিমানার আওতায় আনারও ঘোষণা দিয়েছেন তিনি। এ নির্দেশ বাস্তবায়নে তিনি নগরবাসীসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর বংশালের ফজলুল করিম কমিউনিটি সেন্টারে ঢাকা ফাউন্ডেশনের উদ্যোগে ‘পরিচ্ছন্নতা ঢাকা গড়তে নগরবাসীর সচেতনতাই শক্তি’ শীর্ষক আলোচনা সভায় মেয়র এসব কথা বলেন।
×