ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে প্রশ্নোত্তর রাজধানীতে নদী থেকে দিনে ১৪০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে

প্রকাশিত: ০৮:১৭, ৪ মে ২০১৬

সংসদে প্রশ্নোত্তর রাজধানীতে নদী থেকে দিনে ১৪০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে

সংসদ রিপোর্টার ॥ নদীর পানি শোধন করে ২০২১ সালের মধ্যে রাজধানীতে দৈনিক ১৪০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় ভূউপরিস্থ উৎস নদী থেকে পানি সংগ্রহে ইতোমধ্যে তিনটি প্রকল্প নেয়া হয়েছে। সেক্ষেত্রে পদ্মা ও মেঘনা নদীকে উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরপর্বে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, কৃষকদের পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করার জন্য সমবায় অধিদফতরের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে একটি করে সমবায় বাজার গঠন করার পরিকল্পনা সরকারের রয়েছে।
×