ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলরত্নের জন্য কোহলির নাম

প্রকাশিত: ০৭:০৮, ৪ মে ২০১৬

খেলরত্নের জন্য কোহলির নাম

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াঙ্গনে ভারতের সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্নের জন্য এবার দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিরাট কোহলির নাম সুপারিশ করেছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। সম্প্রতি ব্যাট হাতে দুরন্ত পারফর্মেন্সই তার হয়ে কথা বলে। স্বভাবতই বিসিসিআইকে বিরাট ছাড়া অন্য কাউকে ভাবতে হয়নি। ভারতীয় খেলাধুলায় অবদানের জন্য একজন ক্রীড়াবিদকে প্রতিবছর এই সমম্মননা দেয়া হয়। চার বছর পর এ তালিকায় কোন ক্রিকেটারের নাম উঠল। কোহলির সঙ্গে এবার মনোনয়নের দৌড়ে থাকছেন গল্ফার অনির্বাণ লাহিড়ি। পাশাপাশি অর্জুন পুরস্কারের জন্য মুম্বাই তারকা অজিঙ্কা রাহানের নাম সুপারিশ করা হয়েছে। জাতীয় দলের জার্সিতে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। এ পর্যন্ত দু’জন ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। তারা হলেন: গ্রেট শচীন টেন্ডুলকর (১৯৯৭-১৯৯৮) ও বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৭-২০০৮)। অবশ্য ২০১২ সালে আরেক গ্রেট রাহুল দ্রাবিড়ের নাম প্রস্তাব করেছিল বিসিসিআই। তবে শেষ পর্যন্ত পুরস্কারটি উঠেছিল অলিম্পিক জয়ী শূটার যুগেস্বর দত্ত ও বিজয় কুমারের হাতে।
×