ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চতুর্থ রাউন্ড শুরু আজ প্রিমিয়ার ক্রিকেটের

প্রকাশিত: ০৬:৪০, ৪ মে ২০১৬

চতুর্থ রাউন্ড শুরু আজ প্রিমিয়ার ক্রিকেটের

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) তিন রাউন্ড শেষ হয়ে গেছে। আজ শুরু হচ্ছে চতুর্থ রাউন্ড। এ রাউন্ডের প্রথম তিন ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, বিকেএসপি-৩ মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে। বৃহস্পতিবার একদিন ‘রিজার্ভ ডে’ থাকছে। শুক্রবার রাউন্ডের বাকি তিন ম্যাচে বিকেএসপি-৩ মাঠে কলাবাগান ক্রিকেট একাডেমি (সি এ) ও লিজেন্ডস অব রূপগঞ্জ, মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্র (কেসি) ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) লড়াই করবে। লীগে ১২টি দল অংশ নিচ্ছে। আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল, ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া, কলাবাগান সি এ, রূপগঞ্জ, কলাবাগান কেসি, গাজী গ্রুপ ও সিসিএস খেলছে। দলগুলোর মধ্যে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে শুধু প্রাইম দোলেশ্বর। হারের স্বাদ পায়নি এখনও ভিক্টোরিয়া। দলটি ২ ম্যাচে জিতেছে। একটি ম্যাচে টাই করেছে। এছাড়া সবদলই হারের স্বাদ পেয়েছে। ১২ দলের মধ্যে আবাহনী সবচেয়ে শক্তিশালী দল গড়ে। কিন্তু ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জিতেছে। ৪ পয়েন্ট পেয়েছে। মোহামেডানেরও অবস্থা একই। গত আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকও ২ ম্যাচেই জিতেছে। শেখ জামালও জিতেছে ২টিতে। গাজী গ্রুপের অবস্থাও একই, ২ ম্যাচে জিতেছে। ব্রাদার্স জিতেছে ১টি ম্যাচে। রূপগঞ্জ একটি ম্যাচে জিতেছে। কলাবাগান সিএ একটি ম্যাচেও জিততে পারেনি। মাশরাফির কলাবাগান কে সি’র অবস্থাও করুণ। টানা তিন ম্যাচেই হেরেছে। সিসিএস একটি ম্যাচেও জিততে পারেনি। তিন রাউন্ড শেষে মুশফিকুর রহীম আছেন ব্যাটিংয়ে সবার ওপরে। তিন ম্যাচে ব্যাট করে একটি ম্যাচে অপরাজিত থেকে একটি শতক ও দুইটি অর্ধশতকসহ ১১৩.৫০ গড়ে ২২৭ রান করে সর্বোচ্চ স্কোরার এখন মুশফিক। তার পরেই আছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এনামুল হক বিজয় (৬৯.৬৬ গড়ে ২০৯ রান)। বিজয়ের সমান রান নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাহবুবুল করিম আছেন তৃতীয় স্থানে। তৃতীয় রাউন্ডে শতক হাঁকিয়েছেন শুধু বিজয়। এর আগে মোট ৭টি শতক হয়েছে। বল হাতে তৃতীয় রাউন্ড শেষে সবচেয়ে উজ্জ্বল আবাহনীর স্পিনার জুবায়ের হোসেন লিখন। ৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন জুবায়ের।
×