ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এনায়েত উল্লাহ এআইবিএলের এক্সিকিউটিভ চেয়ারম্যান সেলিম ভাইস চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:৩৪, ৪ মে ২০১৬

এনায়েত উল্লাহ এআইবিএলের এক্সিকিউটিভ চেয়ারম্যান সেলিম ভাইস চেয়ারম্যান

সম্প্রতি ব্যাংকের পরিচালক পর্ষদের ২৯১তম সভায় সর্বসম্মতিক্রমে তারা আগামী এজিএম মেয়াদের জন্য নির্বাচিত হন। চেয়ারম্যান হাফেজ আলহাজ মোহাম্মদ এনায়েত উল্লাহ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। ঢাকা জেলার একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ এনায়েত উল্লাহ মৌলভীবাজার (ঢাকা) ব্যবসায়ী সমিতি এবং বাংলাদেশ হোলসেল স্পাইসেস মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান সেলিম রহমান ১৯৭৩ সালে চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিঃ ও কেডিএস এক্সেসরিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি অপর একটি বেসরকারী ব্যাংকে দীর্ঘ ১৫ বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি স্যামসাংয়ের ‘কুল সামার সেলিব্রেশন’ অফার বাংলাদেশে ‘কুল সামার সেলিব্রেশন’ অফার ঘোষণা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং। এই অফারের আওতায় স্যামসাং ইলেকট্রনিক্স, বাংলাদেশে এর সম্মানিত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব মূল্যে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার কিনে নেয়ার সুযোগ। কুল সামার সেলিব্রেশন অফারে গ্রাহকরা বিভিন্ন রেফ্রিজারেটরে ১,৩০০ টাকা থেকে ১৬,২৫০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় পাবেন। গ্রাহকরা স্যামসাং রেফ্রিজারেটর কিনে সবচেয়ে সেরা মানের ফিচারগুলো যেমন- ডিজিটাল ইনভার্টার, কনভারটিবল রেফ্রিজারেটর এবং কুলপ্যাক উপভোগ করতে পারবেন। -বিজ্ঞপ্তি ধুঁকছে এশিয়ার শিল্প-কারখানা এশিয়ার শিল্প-কারখানা কার্যক্রমে এখনও শ্লথগতি চলছে। এপ্রিলে জাপানের ম্যানুফ্যাকচারিং কার্যক্রম তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে সংকোচ হতে দেখা গেছে। অন্যদিকে চীনের শিল্প-কারখানায় উৎপাদন কিছুটা বাড়লেও তা এখনও সন্তোষজনক পর্যায়ে আসেনি। এক্ষেত্রে ভারতের ঔজ্জ্বল্যও বেশ কমে এসেছে। ফলে দেখা যাচ্ছে, এশিয়ার শিল্প-কারখানাগুলো এখনো শ্লথগতি থেকে বেরিয়ে আসতে পারেনি। গত সপ্তাহে জাপানের কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনা বৃদ্ধির কোনরকম আভাস দেয়নি, যা ব্যাংক অব জাপানের (বিওজে) নীতিমালা নিয়ে বিনিয়োগকারীদের রীতিমতো ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×