ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোর চেম্বারের নির্বাচন

রমজানে তারিখ ঘোষণা করায় ব্যবসায়ীদের ক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৩, ৪ মে ২০১৬

রমজানে তারিখ ঘোষণা করায় ব্যবসায়ীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর চেম্বার অব কমার্সের ফান্ডের টাকা অপব্যবহারের অভিযোগ উঠেছে প্রশাসকের বিরুদ্ধে। চেম্বারের প্রশাসক ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বিভিন্ন সময় প্রায় ২ লাখ টাকা তুলেছেন। এই টাকা তিনি চেম্বারের পেছনে ব্যয় করেননি। করেছেন প্রশাসনের অনুষ্ঠানে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা বলছেন, চেম্বারের টাকা হলো ব্যবসায়ীদের। এই টাকা প্রশাসক খরচ করতে পারেন না। খোঁজ নিয়ে জানা গেছে, যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক সাবিনা ইয়াসমিন ২০১৪ ও ২০১৫ সালের বিজয় দিবস, মধুমেলা, স্বাধীনতা দিবস উদযাপন এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে অনুদান হিসেবে এক লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেছেন। যা নজিরবিহীন। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধ্যাদেশ ১৯৬১ ধারার ১১ উপধারা ২এর ১(চ) বলা হয়েছে প্রশাসক তার উপদেষ্টা কমিটির বেতন ভাতা দিতে পারবেন এবং চেম্বারের সংশ্লিষ্ট কাজের জন্য বিশেষ অধিকারে টাকা তুলতে পারেন। কিন্তু যশোর চেম্বার অব কমার্সের বর্তমান প্রশাসক ব্যবসায়ীদের অর্থ ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের কাজে ইচ্ছামতো খরচ করছেন। এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। এদিকে নির্বাচন আগামী ১১ জুন নির্ধারণ করেছে নির্বাচন বোর্ডের কার্যালয়। ওই সময় রমজান মাস পড়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা বলছেন, রমজান মাসে ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন। তাছাড়া রোজা থেকে কেউ ভোট নিয়ে আগ্রহ দেখাবে না। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ৩০ নবেম্বর সরকার যশোর চেম্বার অব কমার্সে অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
×