ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা বাড়াতে হবে ॥ মেনন

প্রকাশিত: ০৬:৩২, ৪ মে ২০১৬

পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা বাড়াতে হবে ॥ মেনন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন একটি বহুমাত্রিক শিল্প। পর্যটন মানে অর্থনৈতিক সমৃদ্ধি। পর্যটন মানে কর্মসংস্থান। তবে এর জন্য পর্যটনকে মনে-প্রাণে ধারণ করতে হবে। ব্যক্তিপর্যায়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সুযোগ-সুবিধা বাড়াতে হবে। মঙ্গলবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর নতুন রেলস্টেশন এলাকায় নবনির্মিত সৈকত মোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪৬ কোটি ব্যয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ১০ তলাবিশিষ্ট এ মোটেলটি নির্মাণ করে। মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে পর্যটন কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম নগরীতে নবনির্মিত এ মোটেল সৈকত তারই ধারাবাহিকতা। মোটেলটি নির্মাণের মধ্যদিয়ে আমাদের দেশের পর্যটন শিল্প আরও এক ধাপ এগিয়েছে। এতে নতুন নতুন কর্মসংস্থানের যেমন সৃষ্টি হবে তেমনি বেকারত্ব দূরীকরণের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আগামী ২০২০ সাল নাগাদ বাংলাদেশের পর্যটন শিল্পে আরও ৩ লক্ষ্যাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর ইমাম এমপি, মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি ও বেগম সাবিহা নাহার এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী।
×