ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে ইস্টার্ন কেবলস

প্রকাশিত: ০৬:২৯, ৪ মে ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে ইস্টার্ন কেবলস

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন কেবলসের শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯.৯৬ শতাংশ। সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার ইস্টার্ন কেবলসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৩১.৫ টাকা। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৪৪.৬ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ১৩৫.৪ থেকে ১৪৪.৬ টাকা। দরবৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে হাক্কানি পাল্পের ৯.৯২ শতাংশ, ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইংয়ের ৯.৮৪ শতাংশ, লীগাসি ফুটওয়্যারের ৯.৮৩ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯.৫৮ শতাংশ, বিডি থাইয়ের ৯.৫৭ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৯.৫২ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৯.৪৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৪৯ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৯.৩৫ শতাংশ দর বেড়েছে। দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেয়া হয়নি।
×