ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় সূচক বাড়ল একশ’ পয়েন্ট

প্রকাশিত: ০৬:২৯, ৪ মে ২০১৬

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় সূচক বাড়ল একশ’ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সহায়তার পদক্ষেপ গ্রহণের ঘোষণায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে একশ’ এক পয়েন্ট। একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২শ’ পয়েন্ট। উভয় স্টক একচেঞ্জেই সূচক বেড়েছে প্রায় ২ শতাংশের ওপরে। তবে বেশিরভাগ কোম্পানির দর বাড়তে থাকায় আগের তুলনায় শেয়ার বিক্রির আদেশ কম এসেছে। তাই সার্বিক লেনদেন কিছুটা কমেছে। কারণ বিনিয়োগকারীদের অনেকেই বাজার পর্যবেক্ষণে সময় কাটিয়েছেন। বিশেষ করে শেয়ার বিক্রিতে তাদের কিছুটা দ্বিধাগ্রস্ত থাকতে দেখা গেছে। উল্লেখ্য, ব্যাংকের ধারণ করা শেয়ার ও সাবসিডিয়ারি কোম্পানিকে দেয়া ঋণ সাবসিডিয়ারির মূলধনে রূপান্তরের সুযোগ করে দেয়ার নীতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। এতে একদিকে সাবসিডিয়ারির মূলধন বাড়বে, অপরদিকে তাদের পুঁজিবাজারে বিনিয়োগ সীমা কমে আইনী সীমার মধ্যে নেমে আসবে। এভাবে সকল ব্যাংকই আইনী সীমার মধ্যে চলে আসবে। এই প্রক্রিয়ায় অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য কোন শেয়ার বিক্রি করতে হবে না। অন্যদিকে সোমবারে সন্ধ্যায় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনও (বিএসইসি) পুঁজিবাজারে ইতিবাচক পদক্ষেপ নিতে মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেয়। একইসঙ্গে বাজারে লেনদেন বাড়ানো এবং নতুন ফান্ড আনার বিষয়েও ইতিবাচক আলোচনায় হয়। সব মিলেও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার একটি পরিবেশ তৈরি হওয়াতেই বাজারে সূচকের এই উর্ধগতি। মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স একশ’ এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২শ’ ৭২ পয়েন্টে। এর আগে টানা ১০ দিনের পতন হয় ডিএসইতে। যাতে মূল্যসূচক কমেছিল ২শ’ পয়েন্টের বেশি। ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৮৫ লাখ টাকা, যা সোমবার হয়েছিল ৪৬১ কোটি ১৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৩টির, কমেছে ২৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সোমবারের মতো মঙ্গলবারও লেনদেনের শীর্ষে রয়েছে মবিল যমুনা বাংলাদেশ। এই কোম্পানির ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের ১৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। লেনদেনে এরপর রয়েছে লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ইবনে সিনা, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, লংকাবাংলা ফাইন্যান্স। এদিকে ঢাকার বাজারে সূচকের ইতিবাচক প্রবণতার দিনে পিছিয়ে ছিল না অপর স্টক একচেঞ্জও। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ২শ’ পয়েন্ট বেড়ে দিনশেষে ৭ হাজার ৯৯৫.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৩২টির ও অপরিবর্তিত রয়েছে ১৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা বিডি, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার ও এমারেল্ড অয়েল।
×