ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিয়েনায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখীমেলা

প্রকাশিত: ০৬:২৮, ৪ মে ২০১৬

ভিয়েনায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখীমেলা

বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে ভিয়েনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাড়ম্বরে বাংলা নতুন বছরকে বরণ করে অস্ট্রিয়া প্রবাসী বাঙালীরা। ভিয়েনার গ্রেন্টস হলে ৩০ এপ্রিল বাংলা বর্ষবরণের অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দেশীয় আঙ্গিকে নানা রঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয় হলটি। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল ১০টি স্টলে নানা ধরনের পিঠা, ভর্তা ও পান্তা-ইলিশসহ বিভিন্ন খাবার, দেয় বাঙালীয়ানার স্বাদ। ছিল হস্তশিল্প সামগ্রীও। আরও ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এবং অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলামের লেখা ও সম্পাদিত বই। স্টলগুলোতে প্রবাসীদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৈশাখী বর্ণিল সাজে যুগলদের প্রতিযোগিতা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন ভারত, আফগানিস্তান, আলজিরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, ইকুয়েডর, হাঙ্গেরি, ইরাক, জাপান, জর্ডান, মালয়েশিয়া, মরক্কো, মিয়ানমার, নাইজিরিয়া, পেরু ও সুদানের রাষ্ট্রদূতগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ। বাঙালী কমিউনিটির নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, ড. শহীদ হোসেন, ড. মোহাম্মদ শামসুদ্দিন, কাশফিয়া মনসুর, মিজানুর রহমান খান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, বিশিষ্ট ব্যবসায়ী রতন সাহা, আবদুর রব খান, মাহবুব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্নিমা খান ও লতিফুর রহমান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রবাসী বাঙালীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয় অস্ট্রিয়া আওয়ামী লীগের স্টলটি। বৈশাখী সাজে যুগল প্রতিযোগিতায় নির্বাচিত হন জেফ্রি ইসলাম ও জারিন ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত মোঃ আবু জাফর ও তাঁর স্ত্রী সালমা জাফর। অস্ট্রিয়ার ইতিহাসে প্রবাসী বাঙালীদের এমন বিশাল বৈশাখীমেলা এটাই প্রথম।-বিজ্ঞপ্তি
×