ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলম্বোয় স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সন্তোষ

প্রকাশিত: ০৬:২৮, ৪ মে ২০১৬

বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সন্তোষ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য, শিক্ষাসহ সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। বিশেষ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সাফল্যের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রীলঙ্কা সফররত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার সন্ধ্যায় সেই দেশের রাষ্ট্রপতির বাসভবনে সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা এসব প্রশংসা করেন। রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা এ সময় ২০১৪ সালে তৎকালীন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশের সফরের কথা স্মরণ করেন এবং সরকারের ও জনগণের আতিথেতয়তার প্রশংসা করেন। তার উপস্থিতিতে সেই সময় সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রেক্ষিতে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় ওষুধ রফতানি শুরু হয়। এই কথা স্মরণ করে মৈত্রীপালা সিরিসেনা বলেন, শ্রীলঙ্কায় বাংলাদেশের ওষুধের বেশ জনপ্রিয়তা রয়েছে। শ্রীলঙ্কার চিকিৎসক ও রোগীর কাছে বাংলাদেশের ওষুধের কদর প্রচুর। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহ্ম্মাদ নাসিম বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় ওষুধ রফতানির সুযোগ সৃষ্টি করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। বাজারে এলো লিচু গ্রীষ্মের ফল লিচু এখন বাজারে। মৌসুমের শুরুর দিকে হওয়ায় এগুলোর দাম অত্যন্ত চড়া। সীমিত আয়ের মানুষের জন্য এই লিচু ধরাছোঁয়ার বাইরে। কেবল দরদাম করেই সন্তুষ্ট থাকতে হয়। সদরঘাট এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী। শিশুর আনন্দ মতিঝিল এজিবি কলোনি এলাকায় নির্মাণ কাজ উপলক্ষে মাটি কেটে স্তূপ করে ফেলে রাখা হয়েছে। এর ওপর খেলায় মেতে উঠেছে শিশুরা। একই সময় আকাশে শুরু হয়েছে কালোমেঘের আনাগোনা। দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন জনকণ্ঠের আলোকচিত্রী।
×