ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাদেন বুঝতে পেরেছিলেন মার্কিনীরা ৯/১১ ভুলে যায়নি ॥ ওবামা

প্রকাশিত: ০৬:২৬, ৪ মে ২০১৬

লাদেন বুঝতে পেরেছিলেন মার্কিনীরা ৯/১১ ভুলে যায়নি ॥ ওবামা

ওসামা বিন লাদেন তার জীবনের শেষ মুহূর্তে উপলব্ধি করেছেন আমেরিকানরা ৯/১১কে ভুলে যায়নি, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করার পাঁচ বছর পূর্তিতে সোমবার সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ওবামা একথা বলেন। আন্তর্জাতিক জঙ্গীগোষ্ঠী আল কায়েদার প্রতিষ্ঠাতা ও প্রধান বিন লাদেন হত্যাকাণ্ডের পঞ্চম বার্ষিকী উপলক্ষে সিএনএন ওবামার ওই সাক্ষাতকারটি গ্রহণ করে। কেনিয়ায় ভবন ধসের চার দিন পর দেড় বছরের শিশু উদ্ধার কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি ছয়তলা ভবন ধসের ঘটনায় ভবনটির মালিককে গ্রেফতার করা হয়েছে। ওই ভবন ধসে অন্ততপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে ভবন ধসের চারদিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে দেড় বছর বয়সের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। স্যামুয়েল কারানজা কামাউ নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার আদালতে হাজির করার কথা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর বিবিসির। কেনিয়ায় কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের পর বন্যার মধ্যে গত শুক্রবার রাজধানী নাইরোবির একটি ছয়তলা ভবন ধসে পড়ে। টেলিভিশে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, নাইরোবির উত্তর-পূর্বাঞ্চলীয় আবাসিক এলাকা হুরুমার ওই ধসে পড়া ভবনটি থেকে উদ্ধারকারীরা জীবিতদের বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। ঘটনাস্থল থেকে বিবিসির প্রতিনিধি আবদিনূর আদেন জানিয়েছেন, ৯০ জনেরও বেশি মানুষ এখনও ওই বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানিয়েছেন তিনি। কেনিয়া রেডক্রস জানায়, গ্রিনিচ মান সময় ১টায় ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বিধ্বস্ত ভবন থেকে এখনও পর্যন্ত ১৩৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
×