ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২১, ৪ মে ২০১৬

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ মে ॥ নাটোরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে আব্দুর রাজ্জাক ব্যাপারীকে হত্যার পর ইয়াছিনপুর রেলস্টেশন এলাকায় মৃতদেহ ফেলে রাখে দুর্বৃত্তরা। হত্যাকা-ে জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো ইয়াছিনপুর গ্রামের মান্দার আলীর ছেলে শমশের আলী, আলী সরকারের ছেলে মিঠুন, ধুলাউরি গ্রামের মকছেদ আলীর ছেলে মোতালেব হোসেন এবং রামনগর গ্রামের রইস উদ্দিনের ছেলে নাদিম হোসেন। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক ব্যাপারী বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মোবাইল ফোনে কল আসার পরে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সদর উপজেলার ইয়াছিনপুর এলাকায় রেললাইনের পাশে একটি মৃতদেহ পড়ে আছে- মঙ্গলবার সকালে এমন সংবাদ শোনার পর ঘটনাস্থলে গিয়ে রাজ্জাকের লাশ শনাক্ত করে তার পরিবার। এ সময় তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আব্দুর রাজ্জাক ব্যাপারী তেবারিড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি আব্দুল মতিন ব্যাপারীর ছেলে।
×