ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষক হত্যা করে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৬:০২, ৪ মে ২০১৬

শিক্ষক হত্যা করে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হচ্ছে

রাবি সংবাদদাতা ॥ একের পর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার মধ্য দিয়ে জাতির মেরুদ- ভেঙ্গে দেয়া হচ্ছে। কিন্তু অপরাধীরা শিক্ষক হত্যার মতো জঘন্য কাজ করেও বার বার পার পেয়ে যাচ্ছে। এতে করে বিচারহীনতার প্রবণতা বাড়ছে। যার ফলে শিক্ষক হত্যার তালিকা দিনের পর দিন দীর্ঘ হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাবিতে আয়োজিত মহাসমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষণা অনুযায়ী রাবির সিনেট ভবনের সামনে অনুষ্ঠিত এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন রাবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শহীদুল্লাহ। সমাবেশে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এদেশে একের পর গুপ্তহত্যা হচ্ছে। খুনীরা তাদের পরিকল্পনা অনুযায়ী একের পর এক খুন করে যাচ্ছে, কিন্তু আমরা তাদের বিচারের আওতায় আনতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। যে অসাম্প্রদায়িকতার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই অসাম্প্রদায়িকতার চেতনা থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। ফেডারেশনের মহাসচিব এএসএম মাকসুদ কামাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, জ্ঞান সাধনার ওপর হামলার প্রতীক হলো অধ্যাপক রেজাউল করিম হত্যাকা-। তিনি প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় থেকে যদি রেজাউল হত্যাকা-ের বিচার না হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা ছাড়া শিক্ষকদের সামনে অন্য কোন পথ খোলা নেই। নিহত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর স্ত্রী হোসনে আরা বলেন, আমার মতো আর কোন নারীকে যেন নিজের স্বামীর নিহতের ঘটনায় শোকসভায় কথা বলতে না আসতে হয়। এর আগেও এই বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক নিহত হয়েছেন, কোন বিচার হয়নি। তাই মাঝে মাঝে মনে হয় বিচার পাব, আবার পরক্ষণেই আশা ছেড়ে দেই। এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা রাজশাহী নগরীর শালবাগান এলাকায় অবস্থিত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর বাসায় যান। এ সময় তারা অধ্যাপক রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনের সামনে নির্মিত মুকুল মঞ্চে এসে যোগ দেন। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যান শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যায় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে প্রদীপ প্রজ্বলন করা হয়।
×