ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই আজ ঢাকা আসছেন

প্রকাশিত: ০৫:৫২, ৪ মে ২০১৬

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই আজ ঢাকা আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ একের পর এক হত্যাকা-ের প্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব নাগরিককে আরও নিরাপদ পরিবেশ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সোমবার ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিকে নাগরিক নিরাপত্তার ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ বুধবার তিনদিনের সফরে ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বাংলাদেশে সহনশীলতা, শান্তি ও বৈচিত্র্য রক্ষায় এদেশের মানুষের যে ঐতিহ্য রয়েছে তা মেনে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। সোমবার পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র জন কিরবি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সঙ্কটে তারা উদ্বেগ জানিয়েছেন। আমরা তা অব্যাহত রাখছি। আপনাদের বলার মতো আরও সুনির্দিষ্ট কোন তৎপরতার তথ্য আমার কাছে নেই। তবে আমি আপনাদের বলতে পারি, আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছি। বাংলাদেশে সাম্প্রতিক মুক্তমনা লেখক, প্রকাশক, ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্ট হত্যাকা-ে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদার ভারতীয় শাখা একিউআইএসের নামে দায় স্বীকারের বার্তা এসেছে। গত মাসে ইউএসএআইডির কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকা-ের পরও এ ধরনের বার্তা এসেছে। তবে বাংলাদেশে আইএস বা একিউআইএসের উপস্থিতির খবর নাকচ করে সরকার বলছে, দেশের মধ্যে বেড়ে ওঠা ইসলামী উগ্রপন্থীরা এসব হত্যাকা- ঘটাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এসব হত্যাকা-ের সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। লেখালেখি ও মত প্রকাশের জন্য যারা উগ্রপন্থীদের হামলার ঝুঁকিতে আছেন তাদের নিরাপত্তা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে তৎপরতা বাড়ানোর কথাও বলেছেন তিনি। এদিকে বাংলাদেশের নাগরিক নিরাপত্তা পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ বুধবার ঢাকায় আসছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করতে পারেন। সরকারের বাইরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিশা বিসওয়াল বাংলাদেশে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন। এসব আলোচনার বেশিরভাগ অংশজুড়েই নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের আসন্ন বাংলাদেশ সফরকে নানা কারণে সবাই খুবই তাৎপর্যপূর্ণ মনে করছেন। যুক্তরাষ্ট্র সরকার জুলহাসসহ সাম্প্রতিক গুপ্তহত্যার ঘটনা তদন্তে সহায়তা দেয়ার বিষয়ে আগ্রহ ব্যক্ত করেছে। এবার সেই আগ্রহের কথা সরকারকে সরাসরি জানানো হতে পারে বলে তারা ধারণা করছেন। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, এখান থেকে উত্তরণের পথ কী হতে পারে সে বিষয়ে আলোচনা করতে পারেন। বিশেষ করে বাংলাদেশ সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সে সম্পর্কে জানাও এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। ২০১৩ সালের শেষেরদিকে বাংলাদেশের রাজনৈতিক অরাজকতার সময় প্রথমবারের মতো ঢাকা সফরে আসেন মার্কিন পররাষ্ট্রবিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই। তিন দিনের ওই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সবার কাছ থেকে তখনকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান। রাজনৈতিক সঙ্কট নিয়ে বিশেষ কিছু বলেননি তিনি। তবে তার এই সফরকে ঘিরে তখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এরপর তিনি ২০১৪ ও ২০১৫ সালে আরও দুইবার ঢাকায় এসেছেন। এবার চতুর্থবারের মতো ঢাকায় আসছেন নিশা দেশাই।
×