ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি খাতে বড় বিনিয়োগে মার্কিন কোম্পানির আগ্রহ

প্রকাশিত: ০৫:৫০, ৪ মে ২০১৬

তথ্যপ্রযুক্তি খাতে বড় বিনিয়োগে মার্কিন কোম্পানির আগ্রহ

ফিরোজ মান্না ॥ যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং’ (বিসিআইইউ) বাংলাদেশে তথ্যপ্রযুক্তি সেক্টরে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া সাইবার নিরাপত্তাসহ চারটি বিষয়ে সহযোগিতার জন্য দু’টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। দেশে নতুন উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তাদের কাজে লাগানোর জন্য হাইটেক পার্ক ও আইটি পার্ক স্থাপনে বিদেশী বিনিয়োগের প্রয়োজন রয়েছে। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে আয়োজিত তথ্যপ্রযুক্তিবিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ১৯৫৫ সালে মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) প্রতিষ্ঠান বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। তারা অল্পদিনের মধ্যে কালিয়াকৈর হাইটেক পার্ক পরিদর্শনে আসবেন। কোম্পানিটি বাংলাদেশের আইসিটি সেক্টরে যে বড় ধরনের কাজ হচ্ছে তা তারা জানে। তাদের সহযোগিতায় গত ২৮ এপ্রিল তথ্যপ্রযুক্তিবিষয়ক আয়োজিত বৈঠক শেষে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি এমওইউ বা সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। এই আলোচনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কোম্পানি যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদেরও প্রতিনিধি উপস্থিত ছিল। এছাড়া নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের নির্বাহীরাও এই আলোচনায় অংশ নেন। তারা বাংলাদেশে বর্তমানে বিরাজমান উদার বিনিয়োগের পরিবেশকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের আইসিটি সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে গভীর আগ্রহের কথা ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পলক বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিকাশে জেলায় জেলায় আইসিটি পার্ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় আইসিটি পার্ক নির্মাণকাজ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে-সিলেটে ইলেকট্রনিক সিটি, মহাখালীতে আইটি ভিলেজ, রাজশাহী আইটি ভিলেজ, কাওরান বাজারে জনতা টাওয়ার সফটওয়ার টেকনোলজি পার্ক, যশোর সফটওয়ার পার্ক, নাটোর প্রিল্যান্সার ইনস্টিটিউট। পর্যায়ক্রমে সব জেলায় আইসিটি পার্ক হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি সেবার মান বাড়ানোর ওপর সরকার আরও গুরুত্ব দিয়েছে। আইসিটি খাতের সম্ভবনাকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। বিসিএসআইআরের ডাটাবেজ প্রস্তুত এবং তথ্যপ্রযুক্তি স্বয়ংক্রিয়করণ শীর্ষক কর্মসূচীর আওতায় বৈজ্ঞানিক ডাটাবেজ, মানব সম্পদ উন্নয়ন ডাটাবেজ, ফিন্যান্সিয়াল ডাটাবেজ, লাইব্রেরী ডাটাবেজ ও মেডিক্যাল ডাটাবেজের জন্য সফটওয়্যার তৈরি করা হয়েছে। সারাদেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে এই সেবা মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষজনবল গড়ে তোলার জন্য গাজীপুরে হাইটেক পার্ক শিল্প স্থাপনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় হাইটেক পার্ক স্থাপন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য সময়োপযোগী কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে আইটিভিলেজ স্থাপনের সম্ভব্যতা যাচাই করে এলাকাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার টেকনোলজি পার্ক বা আইটি ভিলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে এসব প্রকল্পের অনেকটিতে কনসালটেন্ট নিয়োগও করা হয়েছে। প্রতিমন্ত্রীর এ বক্তব্য শুনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে। তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, দেশটির দু’টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। তারা বাংলাদেশে আইসিটি পার্কে বিনিয়োগ করবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আমেরিকান এ্যাসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারের (এএবিইএ) মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়। দু’টি সমঝোতা স্মারকেই তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এএবিইএর ওয়াশিংটন ডিসি চ্যাপটারের সভাপতি গোলাম মাওলা, কর্মকর্তা ফয়সাল কাদের ও শাহ আহমেদ উপস্থিত ছিলেন। এ দু’টি সমঝোতা স্মারক অনুযায়ী দেশের সাইবার প্রতিরক্ষা, ডাটা সেন্টার, কল সেন্টার এবং আউটসোর্সিংয়েই চারটি বিষয়ে সহযোগিতার ব্যাপারে ঐকমত্য হয়। বাংলাদেশের আইসিটি সেক্টরে স্টার্ট-আপ প্রকল্প তৈরির ক্ষেত্রে সহযোগিতার জন্য জিএপি, বিসিসি ও বেসিসিস মধ্যে একটি ত্রিপক্ষীয় এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি সেক্টরে আরও উন্নয়ন করা হবে। বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তিবিষয়ক গোলটেবিল আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তিবিষয়ক কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল (নিউইয়র্ক) মোঃ শামীম আহসান, শাহাবউদ্দিন পাটোয়ারী, মিনিস্টার (ইকোনমিক), বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, এসএম আশরাফুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার সমিতি, এএনএম শফিকুল ইসলাম, প্রজেক্ট ডিরেক্টর, কালিয়াকৈর হাইটেক পার্ক প্রজেক্ট, শামীম আহসান, সভাপতি, বেসিস, অনির চৌধুরী, পলিসি উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের কোম্পানির প্রতিনিধিদের বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানানো হয়েছে।
×