ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:০০, ৪ মে ২০১৬

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩ মে ॥ স্ত্রী হত্যার দায়ে স্বামী নাসির উদ্দিনকে মৃত্যুদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহম্মেদ এ রায় প্রদান করেন। জানা যায়, বিগত ২০১২ সালের জুন মাসে মধুপুর উপজেলার কাইতকাইত এলাকার মেসের আলীর ছেলে নাসির উদ্দিনের সঙ্গে প্রচারবাড়ী গ্রামের জিয়াউল হকের মেয়ে নুরজাহানের বিয়ে হয়। একই বছরের গত ২ সেপ্টেম্বর স্বামী নাসির যৌতুকের ২০ হাজার টাকা না পেয়ে নিজের স্ত্রী নুরজাহানকে (২০) শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিহতের পিতা জিয়াউল হক বাদী হয়ে স্বামী নাসির উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করেন। তিন জামায়াতকর্মী আটক নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩ মে ॥ ভূঞাপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার মাটিকাটা গ্রামের মজিবর মুন্সির ছেলে ভূঞাপুর উপজেলা ইদ্রিস মুন্সি, পাটিতাপাড়া গ্রামের আবু বক্কর ও ভালকুটিয়া গ্রামের রাজ্জাক প্রামানিক। পুলিশ বলেন, আটককৃতদের বিরুদ্ধে গাড়ি পুড়ানোসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সম্প্রতি গোপালপুরে সংখ্যালঘু দর্জি নিখিল হত্যার ঘটনায় তাদের কোন প্রকার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। মাদ্রাসা ছাত্রী ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩ মে ॥ ১২ বছরের শিশুকে প্রতিবেশী শাহাবুল ধর্ষণ করেছে। এই ঘটনায় সোমবার রাত ১১টায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিম শিশুটি গোপনাঙ্গে জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়, গোকুন্ডা ইউনিয়নের কাশেম আলী ও ফাতেমা বেগম স্বামী-স্ত্রী দু’জনে কৃষি শ্রমিক। তাদের শিশুকন্যা স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিন শিশু শিক্ষার্থী মাদ্রাসায় যায়। বাবা ও মা কৃষি কাজে দিনমজুরি দিতে অন্যের মাঠে চলে যায়। পহেলা মে সরকারী ছুটি থাকায় শিশুটি মাদ্রাসায় যায়নি। এই সুযোগে প্রতিবেশী শাহাবুল তাকে চকলেট কিনে দিবে বলে ঢেকে নিয়ে যায়। চকলেট কিনে না দিয়ে পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। মাদক বিক্রিতে বাধা ॥ শ্রমিককে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের ভেলাকোপায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় বিড়ি শ্রমিককে কুপিয়ে জখম করেছে চিহ্নিত মাদক বিক্রেতারা। জানা গেছে, কুড়িগ্রাম শহরতলির মরাকাটা গ্রামের বানিয়া মামুদের পুত্র নুর মোহাম্মদ দীর্ঘদিন যাবত গাঁজা, ফেনসিডিল এবং হেরোইন বিক্রি করে আসছিল। এতে একই গ্রামের মৃত ডাঃ রতিফের পুত্র বিড়ি শ্রমিক মাসুদ বাধা দিলে মঙ্গলবার সকালে বাড়ির সামনের চায়ের দোকানে মাসুদ চা খেতে গেলে নুর মোহাম্মদ পিছন থেকে এসে অতর্কিতভাবে চাপাতি-রড দিয়ে হামলা চালায়। এতে মাসুদ গুরুতর আহত হয়। দুই জেএমবি তিন দিনের রিমান্ডে স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া তিন জেএমবি সদস্যের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পাশাপাশি অপর দুই জেএমবি সদস্যকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যরা গোপনে সংঘবদ্ধ হয়ে পুলিশ, বিচারক, পীর, খাদেমসহ অন্য ধর্মাবলম্বীদের নাস্তিক আখ্যায়িত করে হত্যার ছক কষে। এমন সংবাদের ভিত্তিতে গত ৩০ এপ্রিল নীলফামারী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কিত্তনিয়াপাড়া গ্রামের আব্দুর রহমানকে আটক করে, তার স্বীকারোক্তি অনুযায়ী পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের মাসুদার রহমান ওরফে ইব্রাহীম ওরফে মাসুদ ও মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়। মেঘনা নদীতে ডাকাতি স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর এলাকায় মেঘনা নদীতে দিনদুপুরে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ট্রলারের যাত্রী নাসিরনগরের চাতলপাড় মাদ্রাসার শিক্ষক মোঃ সালাউদ্দিন জানান, ৪০-৫০ জন যাত্রী নিয়ে তাদের ট্রলারটি চাতলপাড় থেকে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। পথে সরাইলের রাজাপুর এলাকায় আসা মাত্র অন্য একটি ট্রলারে করে আসা ১০/১২ জন অস্ত্রধারী তাদের ট্রলারে হানা দেয়। ইয়াবাসহ স্বামী-স্ত্রী শ্রীঘরে স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে ১৫ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। আটককৃতরা হচ্ছেÑ কক্সবাজার সদর পূর্ব লারুপাড়ার জাফর আলমের পুত্র মোঃ কামাল ও তার স্ত্রী ছেনুয়ারা বেগম। মঙ্গলবার দুপুর ১২টায় রামু জোয়ারিয়ানালা চা বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অপহৃত ছাত্রীকে উদ্ধার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ মে ॥ সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমির মারুফা বেগম রতœা (১৩) নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রী অপহরণের চারদিনেও উদ্ধার হয়নি। অপহৃত রতœাকে অবিলম্বে উদ্ধারের দাবিতে মঙ্গলবার ওই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে দুপুরে স্কুল মাঠে মানববন্ধন করে। মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিভূতিভূষণ ঘোষ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম মিয়া, অপহৃতের বাবা মাইনউদ্দিন কাজী, মা সোনিয়া বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে অপহৃত রতœাকে উদ্ধার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সাংবাদিক মারধরের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৩ মে ॥ ফেনীতে প্রেসক্লাবের চার সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা। ফেনী প্রেসক্লাব ও ফেনী রিপোর্টার্স ইউনিটি পৃথকভাবে এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের মিড়িয়া থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান। ফেনী প্রেসক্লাবের সদস্য শেখ ফরিদ উদ্দিন জানান, সোমবার রাত ৮টার দিকে একদল লোক প্রেসক্লাবে ঢুকে সভাপতি রফিকুল ইসলাম, একাত্তর টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জাফর সেলিম ও দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। সিলেটে শিবির নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সোমবার রাতে শিবির নেতা জিহাদুল ইসলাম ওরফে সজলকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। সে সিলেট নগরীর শেখঘাট এলাকার আজির মিয়া ওরফে আব্দুল আজিজের পুত্র। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিহাদ সিলেট মহানগর শিবিরের র্শীষ স্থানীয় ক্যাডার। গ্রেফতার এড়ানোর জন্য সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর মঙ্গলবার কোতয়ালী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এদিকে জেলা ছাত্রদলনেতা আবদুল কাইয়ুমকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। মঙ্গলবার বেলা ৩টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। কাইয়ুমের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একাধিক মামলা রয়েছে। হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বনাথে উপজেলার ছত্রিশ গ্রামে সৌদি আরব প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম সুজিনা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের বাসিয়া ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের পিতা সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের চাচা হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টি নেতা আলা উদ্দিন, এলাকাবাসী লিয়াকত আলী প্রমুখ। রূপগঞ্জে সংঘর্ষ ॥ আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকায় বাড়ির সীমানাকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় একপক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুৃর ও লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটে এ ঘটনা। জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে পাঁচাইখা এলাকার আরমান হোসেনের পরিবারের সঙ্গে একই এলাকার সজীবের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বেলা ৩টার দিকে উভয়পক্ষের লোকজন ধারালো ও দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
×