ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় নির্বাহী প্রকৌশলী জেলহাজতে

প্রকাশিত: ০৩:৫৯, ৪ মে ২০১৬

দুদকের মামলায় নির্বাহী প্রকৌশলী জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩ মে ॥ দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় পাবনার বেড়া পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদারের (বর্তমানে গঙ্গা ব্যারাজ সমীক্ষা প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। পাবনা বিশেষ জজ আদালতের (দুদকের) পিপি আব্দুর রহিম জানান, ক্ষমতার অপব্যবহার, সরকারী অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছোট ভাই পাবনার বেড়া পৌরসভার মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতেন, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদারসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুদক পাবনা অফিসের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে গত বছরের ৩১ আগস্ট মামলাটি করেন। পাবনার বিশেষ জজ আদালতে এ মামলায় নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রতিবেশীকে উচ্ছেদ করতে পুকুর খনন! স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বড় ভাইয়ের জমি ক্রয়ে ব্যর্থ হয়ে প্রতিবেশী একটি অসহায় পরিবারকে উচ্ছেদের চেষ্টা ও শায়েস্তা করতে ওই পরিবারের বসতভিটার চারধারে প্রতিপক্ষ ছোট ভাই পুকুর খনন করে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ী দারিকামারী বাজার সংলগ্ন বাহাজপাড়া গ্রামে। মঙ্গলবার এলাকাবাসীসহ ওই অসহায় পরিবার সাংবাদিকদের জানায়, ওই গ্রামের দিনমজুর শফির উদ্দিনের পুত্র দিনমুজুর আশিকুল। সে এক মাস আগে বাহাজ উদ্দিনের পুত্র আমিরুল ইসলামের কাছ থেকে ৫শতক জমি ক্রয় করে। জমি বিক্রেতা আমিরুলের সঙ্গে ছোট ভাই আমিনার রহমানের দ্বন্দ্ব থাকায় বড় ভাইয়ের জমি ক্রয়দাতা দিনমজুর আশিকুল পরিবারকে উচ্ছেদ করার জন্য হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে আশিকুলের বাড়ির চারদিকে পুকুর খনন করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আমিনার রহমান। মাথাল বিতরন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ মে ॥ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বরুনকান্দির মোড় সংলগ্ন (উত্তরে) কৃষকদের মাঝে মাথাল বিতরণ করা হয়েছে। ৫০ জন কৃষকের মাথায় পরিয়ে দেয়া হয় রোদ-বৃষ্টি থেকে রক্ষাকারী কৃষকের ঐতিহ্যবাহী ‘মাথাল’। পরে পুলিশ সুপার জানান, কৃষকদের শারীরিক কষ্টের কথা চিন্তা করে তাদের মাথার ওপর সামান্য ছায়া দেয়ার কথা ভেবেই এই মাথাল বিতরণ করা হয়। বাঘ সংরক্ষণে প্রদর্শনী নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ মে ॥ সুন্দরবনের বাঘ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সামনে প্রতীকী বাঘ প্রদর্শন ও পথনাটক পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার সকালে ও দুপুরে শহরের সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাঘ আকৃতির বাস নিয়ে নমুনা সুন্দরবন প্রদর্শন এবং পথনাটক প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্পট লাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের সিও রাকেশ চক্রবর্তী।
×