ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগমারায় আওয়ামী লীগে দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৩:৫৭, ৪ মে ২০১৬

বাগমারায় আওয়ামী লীগে দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার নরদাশে আ’লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আ’লীগ চেয়ারম্যান প্রার্থী গোলাম শফি কামাল বাবুলের ১০ সমর্থক আহত হয়েছেন। সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম শফি কামাল বাবুলের সমর্থকরা নির্বাচনী প্রচারে নরদাশ ইউনিয়নের হাট মাধনগর এলাকায় যায়। ওই সময় আ’লীগের বিদ্রোহী প্রার্থী মাস্টার আব্দুর রশীদের সমর্থকরা গোলাম শফি কামাল বাবুলের সমর্থকদের ওপর হামলা চালায়। তাদের হামলায় ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের নিবৃত করেন। এ সময় দুজনকে আটক করা হয়। তবে হামলার বিষয় অস্বীকার করেছেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশীদ মাস্টার। তিনি দুজনকে আটক করে স্কুলঘরে বন্দী রাখার বিষয়টি স্বীকার করে বলেন, আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাবুলের লোকজন তার নির্বাচনী এলাকার পোস্টার ছিঁড়ে ফেলেছে। এ কারণে তার সমর্থিত লোকজন তাদের দুজনকে আটক করে স্কুলঘরে বন্দী রেখে পুলিশকে খবর দেয়। তবে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম শফি কামাল বাবুল অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই বিদ্রোহী প্রার্থী রশীদের লোকজন তাদের পোস্টার সাঁটানো দেখলেই সেগুলো ছিঁড়ে ফেলছে। নাটোরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবিদুর রহমানের নির্বাচনী প্রচারে হামল চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবিদুর রহমান পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়। হামলাকারীরা একটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নীলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ে চার নির্বাচনী ক্যাম্পে আগুন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, একই রাতে ৩টি ইউনিয়নে চারটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্ত প্রার্থীরা প্রতিপক্ষকে দায়ী করলেও তাদের দাবি হয়রানির উদ্দেশ্যে নিজেরা এ ঘটনা সাজিয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সোমবার রাতে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে নৌকা প্রতীক ও কার্যালয়ের অংশ বিশেষ পুড়ে যায়। এ ঘটনায় নৌকা মার্কার প্রার্থী মনিরুল হক বাবু আগুন দেয়ার জন্য প্রতিপক্ষের ঘোড়া মার্কার প্রার্থীর সমর্থকদের দায়ী করলেও ঘোড়া মার্কার প্রার্থী আবু সাঈদ বাবু, তাদের অভিযোগ অস্বীকার করে বলেন, ঘোড়া মার্কার বিজয় নিশ্চিত জেনে এবং তাদের কর্মীদের হয়রানি করার জন্য নিজেরা নিজেদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। একইভাবে বড়গাঁও ইউনিয়নে এবং রহিমানপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর ৩টি নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। যশোরে ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার স্টাফ রিপোর্টার, যশোর অফিস থেকে জানান, ঝিকরগাছা উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ জনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে এ বহিষ্কার আদেশ প্রদান করা হয়। যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন গঙ্গানন্দপুর ইউনিয়নে বদর উদ্দীন আহমেদ বেল্টু, মাগুরা ইউনিয়নে ফজলুর রহমান, শিমুলিয়া ইউনিয়নে শফিউদ্দিন, গদখালী ইউনিয়নে শাহাবুদ্দিন আহম্মেদ, পানিসারা ইউনিয়নে মীর বাবরজান বরুণ, আব্দল কাদের, শংকরপুর ইউনিয়নে শরিফুল ইসলাম, বাঁকড়া ইউনিয়নে রবিউল ইসলাম ও মাস্টার হেলাল উদ্দিন। অপরদিকে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীনের বিরুদ্ধে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা রাজনৈতিক ফাঁয়দা হাসিলের জন্য চেয়ারম্যান শাহীনের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইউপি চেয়ারম্যান শাহীনের অনুসারীরা। লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীনের ভাইপো শরিফুল ইসলাম শরিফ। নারী মেম্বার প্রার্থীকে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, জামালপুর থেকে জানান, বকশীগঞ্জে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ধানুয়া কামালপুর ইউপি নির্বাচনে মহিলা মেম্বার প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়। শেরপুরে দুই প্রার্থীর জরিমানা নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই দুই প্রার্থী হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান সোহেল ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মিজু। সোমবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ ওই অর্থদ- প্রদান করেন। চেয়ারম্যান প্রার্থীর জরিমানা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, দামোদরপুর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আ’লীগ চেয়ারম্যান প্রার্থী এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীনের (নৌকা প্রতীক) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। কুমিল্লায় আহত চেয়ারম্যান প্রার্থীর চাচার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিমের চাচা আবদুল মান্নানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। তিনি উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিনের সমর্থকরা গত ১৯ এপ্রিল রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিমের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ওই প্রার্থী সেলিমের চাচা আবদুল মান্নানসহ ৫জন আহত হয়।
×